কোটি টকার আর্থিক আত্মসাৎ করার অভিযোগ এক সমিতির বিরুদ্ধে
An association has been accused of misappropriating crores of rupees

The Truth Of Bengal : উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার বাগানগ্রাম বাংলানি এলাকায় ২০০৫ সালে তৈরি হয়েছিল বাগানগ্রাম জনজাগরণ উন্নয়ন সমিতি । গ্রামবাসীরা তাদের জমানো টাকা রেখেছিলেন সেই সমিতিতে । গ্রামবাসীদের কথা মত ১ টাকা করে সুদ পেতেন তারা । অভিযোগ প্রায় পাঁচ বছর ধরে সেই টাকা দেওয়া হচ্ছে না । বাসিন্দারা একাধিকবার দাবি জানিয়েছেন তাদের আসল টাকা ফেরত দেওয়া হোক । অভিযোগ টাকা ফেরত এর জায়গায় শুধু প্রতিশ্রুতি মিলেছে । সোমবার ক্ষুব্ধ বাসিন্দারা ওই সমিতির এক সদস্য জয়দীপ বিশ্বাসের বাড়ি ঘিরে ক্ষোভ দেখাতে থাকে ।
গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন প্রায় পাঁচ বছর ধরে আমাদের টাকা দেওয়া হচ্ছে না । আমরা সমিতির সদস্যদের কাছে দাবি জানিয়ে ছে আসল টাকা ফেরত দেয়া হোক তাও ফেরত দেওয়া হচ্ছে না । আমাদের জমানো টাকা আত্মসাৎ করেছে সমিতির লোকজন । কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলছেন তারা । আজ সকালে শিপালি মন্ডল নামে এক মহিলা টাকা চাইতে গেলে তাকে মারধর ও করা হয় ।
অন্যদিকে সদস্য জয়দীপ বিশ্বাস বলেন করোনার সময় আমাদের প্রচুর টাকার লোকশান হয়েছে । সেই কারণেই আমরা টাকা দিতে পারছি না । গ্রাহকদের আমরা আশ্বাস দিয়েছি তাদের প্রাপ্য টাকা আমরা ফিরিয়ে দেবো । কিছু জমি জায়গা আছে সেগুলো বিক্রি করে তাদের টাকা আমরা পরিশোধ করবো।
FREE ACCESS