
The Truth of Bengal: কলকাতা মেট্রোর পার্পল লাইনে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলাচলকারী মেট্রোর সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। আগামী ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন ২৪টি করে মেট্রো চলাচল করবে। আপ লাইনে ১২টি এবং ডাউন লাইনে ১২টি মেট্রো চলবে।
বর্তমানে এই রুটে প্রতি ঘণ্টায় একটি করে মেট্রো চলাচল করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোর সংখ্যা বাড়ানো হলে প্রতি ৪০ মিনিটে একটি করে মেট্রো চলাচল করবে। এই সিদ্ধান্তে যাত্রীদের চাহিদা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। গত কয়েক মাসে এই রুটে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে কম সংখ্যক মেট্রোয় যাত্রীদের চাপ সামলানো সম্ভব হচ্ছিল না। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় যাত্রীদের ভোগান্তি ছিল বেশি।
বেহালা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কথা ভেবে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা আশা করছেন, নতুন সিদ্ধান্তের ফলে তাদের যাতায়াত আরও সুবিধাজনক হবে। এছাড়াও, মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছরের মধ্যে জোকা-তারাতলা মেট্রো লাইনের দৈর্ঘ্য আরও ১০ কিলোমিটার বাড়ানো হবে। এতে করে মেট্রো এইচওডি বাগবাজার পর্যন্ত যাবে।
Free Access