
The Truth Of Bengal : পাঁচ রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া চলছে। ২০২৪ শে লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত রাজনৈতিক দলের নজরে এই পাঁচ রাজ্যের ভোটের ফলাফল। একদিকে লোকসভা ভোটের আগে বিজেপির সামনে দাপট বজায় রাখার নির্বাচন অন্যদিকে প্রতিপক্ষ কংগ্রেসের সামনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লড়াই। রাজনৈতিক পর্যবেক্ষক মতে দেশের লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের ভোট প্রকারন্তরে সেমি ফাইনাল।
বিজেপি শাসিত রাজ্যগুলি তাদের হাত ছাড়া হলে যেমন বেকায়দায় পড়ে যাবে বিজেপি তেমনি কংগ্রেস শাশিত রাজ্য তাদের হাত ছাড়া হলে লোকসভা ভোটের আগে তা হবে বড় ধাক্কা। আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধান সভা নির্বাচনের জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন সেই রাজ্যের জনগণ। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে যুযুধান সব পক্ষই জোরদার প্রচার চালাচ্ছে। কংগ্রেসের শীর্ষ নেতারা যেমন নির্বাচনী প্রচারে ঝাপিয়ে পড়েছেন তেমনি বিজেপির শীর্ষ নেতারাও ঝড় তুলতে চাইছেন নির্বাচনী প্রচারে।
রাজস্থানে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলট কে কড়া ভাষায় আক্রমণ করেন । এমন মন্তব্য করেন ভোটের পর রাজস্থান থেকে ভ্যানিস হয়ে যাবে কংগ্রেস। প্রধানমন্ত্রীর অভিযোগ কংগ্রেসের শাসনে রাজস্থানে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অপরাধ মূলক কাজকর্ম বেড়েছে বলে অভিযোগ তাঁর। প্রধান মন্ত্রী এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। পাল্টা জবাব দিতে দেরি করেনি কংগ্রেস। রাজস্থানে পরাজিত হবে ধরে নিয়েই কংগ্রেসের নামে মিথ্যা প্রচার চালান হচ্ছে। উল্লেখ্য আগামী ৩ ডিসেম্বর রাজস্থানের ভোট গণনা হবে।
FREE ACCESS