কলকাতা

ঠাকুরপুকুরে পরিচারিকার রহস্যমৃত্যু! পুলিশের জালে বাড়ির গৃহকর্তা!

Thakurpukur Maid Death Case

The Truth of Bengal: যে বাড়িতে কাজ করতেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য বছর ৩২ এর ওই মহিলা, আর সেই বাড়ি থেকেই উদ্ধার মৃতদেহ। কীভাবে মৃত্যু হল ওই মহিলার? তদন্ত শুরু করেছেন ঠাকুরপুকুর থানার পুলিশ। ইতি মধ্যেই বাড়ির গৃহকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

মনে করাচ্ছে গত বছরের পূর্ব বর্ধমানের স্মৃতি?

গত বছরেরই এপ্রিলে একটি নৃশংস ঘটনার কথা শোনা গিয়েছিল পূর্ব বর্ধমানে। সে বার অভিযোগের আঙুল ছিল গৃহকর্ত্রীর দিকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, স্বামীর সঙ্গে সম্পর্কের পরিচারিকার সম্পর্ক রয়েছে এমন অভিযোগ করতেন গৃহকর্ত্রীর। সেই সন্দেহ থেকেই পরিচারিকাকে গলার নলি কেটে খুনের অভিযোগ ওঠে সেই গৃহকর্ত্রীর বিরুদ্ধে। পুলিশের হাতে গ্রেফতারও হয় তিনি। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মামুদপুরের ওই ঘটনাটি ঘটেছিল।

স্থানীয় সূত্রে খবর,  গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময়, গৃহকর্ত্রী বিজয়ভারতী রায়ের রক্তেভেজা পোশাক দেখে সন্দেহ হয়েছিল গ্রামবাসীদের। পুলিশের জেরায় পরিচারিকা শান্তি হাজরাকে খুনের কথা কবুল করেন ওই গৃহকর্ত্রী, স্বামীর সঙ্গে পরিচারিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহবশেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশ। ঠাকুরপুকুরের ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল? গৃহকর্তা কে আটক করে জানার চেষ্টা করছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

Free Access

Related Articles