আন্তর্জাতিক

ইজরায়েল কে হুঁশিয়ার বাইডেনের, গাজা ভূখণ্ড দখল করা যাবে না

Biden's warning to Israel

The Truth of Bengal: সাবধান! গাজাকে দখল করা যাবে না। সান ফ্রান্সিসকো থেকে ইজরায়েলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০০৬ সাল থেকে গাজাকে নিয়ন্ত্রণ করছে কুখ্যাত হামাস জঙ্গি। ৭ ই অক্টোবর থেকে শুরু হয় হামাস ও ইজরায়েলের চরম সংঘাত। এই সংঘর্ষে দুই পক্ষের মৃত্যুর সংখ্যা এতদিন পর্যন্ত প্রায় ১০ হাজার ছাড়িয়েছে।

যুদ্ধের শুরুটা হামাস করলেও ইজরায়েল এই যুদ্ধের শেষ দেখে ছাড়বে বলে প্রতিজ্ঞা করেছে নেতানিয়াহু সরকার। যার জেরে মুহুর্মুহু গোলা বর্ষণ, গুলির হামলা চালিয়ে গাজা উপত্যাকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইজরায়েল সেনাবাহিনী। এই পরিস্থিতিতে গাজা ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্ব ভার নেবে ইজরায়েল, জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে ইজরায়েল সশস্ত্র বাহিনী গাজার সব চেয়ে বড় হাসপাতাল আল শিফায় অভিযান চালাচ্ছে হামাস জঙ্গির গোপন ডেরা খুঁজে বের করতে।

এর আগে উত্তর গাজার বাসিন্দাদের জায়গা খালি করে দেওয়ার বার্তা জানিয়েছিল ইজরায়েল। এবার তারা বাকি গাজা বাসিন্দাদের দক্ষিণ গাজা ছেড়ে অন্যত্র পালানোর নির্দেশ দেয়। দক্ষিণ গাজায় বেশ কিছু ইজরায়েলি বিমান থেকে ফেলা হয়েছে লিফলেট। সেই লিফলেটেই বাসিন্দাদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েল। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ নেতানিয়াহু সরকার।

Related Articles