রাজ্যের খবর

প্রান্তপল্লীতে উদ্ধার বিষাক্ত চন্দ্রবোড়া সাফ,আতঙ্কে এলাকার মানুষজন

poisonous Chandrabora snake

The Truth of Bengal: জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রান্তপল্লী অঞ্চলের এক ফাঁকা জায়গায় উদ্ধার বিষাক্ত চন্দ্রবোড়া সাফ।আতঙ্কে এলাকার মানুষ জন।সাফটি উদ্ধার করেন সাফ উদ্ধারকারী তথা এলাকার বাসিন্দা তন্ময় ঘোষ।তিনি জানান সকালে জানতে পারি আমাদের প্রান্তপল্লী সোসাইটিতে একটি ফাঁকা জায়গায় মানুষ সাফ দেখতে পায়।প্রথমে ধারণা ছিলো হয়তো অজগর সাফ তবে সামনে গিয়ে দেখি সাড়ে তিন ফুট একটি বিষাক্ত চন্দ্রবোড়া সাফ যার ছোবলে মানুষের মৃত্যু হতে পারে।তিনি আরো অভিযোগ করেন সোসাইটির এই জমি কম দামে অনেক মানুষ ক্রয় করে বাড়ি বা ব্যাবসা না করে ফেলে রেখে দিয়েছে।এই জমি ভূমিহীন দের জন্য দেওয়া হয়েছিল তবে কিছু মানুষ জায়গায় বাড়ি বানালেও অনেক মানুষ জমি কিনে বাড়ি না করে বিভিন্ন ফ্লাটে বাড়ি নিয়ে থাকছে।

আমাদের তাদের কাছে অনুরোধ বাড়ি করুন না হলে সোসাইটির জমিগুলো সোসাইটিকে ফেরত দিন।সাফটি উদ্ধার করে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে।তবে সাফটি উদ্ধার হওয়ার পরেই স্থানীয় পঞ্চায়েত প্ৰধান তাপস মণ্ডল ও উপপ্রধান সুরজিৎ মোদক উদ্যোগ নেয় প্রান্তপল্লী সোসাইটির সদস্যদের ডেকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশদেন।এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান তাপস মণ্ডল জানান এই সোসাইটির মানুষ জমি কিনে বাড়ি ঘর না করে জমি এমনি ফেলে রেখে দিয়েছি যার ফলে জঙ্গল তৈরি হচ্ছে।এলাকায় মশা বাড়ছে এবং এমন বিষাক্ত সাফ উদ্ধার হচ্ছে।

আমার সোসাইটির সদস্যদের জানালাম অবিলম্বে জাগায় পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি তৈরি করুক।না হলে এবার পঞ্চায়েত ব্যাবস্থা নিতে বাধ্য হবে।তাছাড়া উপপ্রধান সুরজিৎ মোদক জানান এই সোসাইটিতে যাদের জমি রয়েছে অনেকেই বাড়ি না করে জমি ফেলে রেখেছে।যার ফলে জঙ্গল সৃষ্টি হচ্ছে এবং ওই জঙ্গলে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কাজ হচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে।এই নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে।আমার সোসাইটির সদস্য সদস্যাদের পঞ্চায়েত অফিসে ডেকে একটি বৈঠক করেছি। তাদের নির্দেশ দেওয়া হয় অবিলম্বে এই জমিতে বাড়ি তৈরি করুক।

Related Articles