কলকাতা

জনজাতি গৌরব দিবস পালন, ভারতীয় জাদুঘরে বিশেষ চিত্র প্রদর্শনী

Celebrating Janjati Gaur Day

The Truth of Bengal: সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী বিরাসা মুন্ডার জন্মদিবসে ‘জনজাতি গৌরব দিবস’ পালন হচ্ছে দেশজুড়ে। বিরসা মুন্ডার সমাজের প্রতি অবদান স্মরণ করে তাঁর জন্ম-জয়ন্তীকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসাবে পালন করা হয়। জনজাতি গৌরব দিবস পালন উপলক্ষে ভারতীয় জাদুঘর ও আদিবাসী বিষয়ক মন্ত্রকের যৌথ উদ্যোগে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

মন্ত্রকের অধীন ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ট্রাইফেড ভারতীয় জাদুঘরে ‘আদি-চিত্র’ নামে উপজাতীয় চিত্রকর্মের এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রদর্শনীতে দেশের উপজাতীয় চিত্রকর্মগুলির শিল্পরূপ, সমৃদ্ধ ঐতিহ্য এবং উপজাতীয় শিল্প নির্মাতাদের অসাধারণ প্রতিভা তুলে ধরা হয়েছে। মধ্যপ্রদেশের গোন্ড ও ভীল, ওড়িশার সাওরা ও পট্টিচিত্রা, মহারাষ্ট্রের ওয়ারলি, গুজরাটের পিথোরা, কর্ণাটকের কুরুম্বা, ছত্তিশগড়ের মুরিয়া এবং অন্যান্য উপজাতী চিত্রশিল্পীদের আঁকা প্রায় ৩০০টি চিত্র প্রদর্শনীতে রয়েছে।

এর মধ্যে পিথোরার বিখ্যাত উপজাতীয় শিল্পী পরেশ রাথওয়া এবং ওড়িশার রামেশ্বর মুণ্ডার কাজ রয়েছে। ভারতীয় জাদুঘরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উদ্বোধনে হাজির ছিলেন ভারতীয় জাদুঘরের অধিকর্তা অরিজিৎ দত্ত চৌধুরি, ট্রাইফেডের আঞ্চলিক ব্যবস্থাপক রাজ বশিষ্ঠ প্রমুখ। এই প্রদর্শনীতে আদিবাসীদের শিল্পকলা দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

Free Access

Related Articles