খেলা

একেরপর এক ম্যাচ, বিশ্বকাপে মজে ভারতবাসী, এরপরেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ!

Indian people have fun in the World Cup, then the T20 series will start!

The Truth Of Bengal : বিশ্বকাপ শেষ হলেও  এখনই রেহাই নেই ভারতীয় খেলোয়াড়দের । কারণ তার  চারদিন পর শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।  তবে এই ম্যাচে থাকছে না হার্দিক । তবে বিশ্বকাপের  পর একাধিক সিনিয়র খেলোয়াড় কে বিশ্রাম দেওয়া হবে। পরিবর্তে দলে সুযোগ পাবেন একাধিক তরুণ খেলোয়াড় । হার্দিক বিশ্রাম পাবেন কারণ  ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান হার্দিক।

শুরুতে বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে জানানো হয়েছিল, লিগ পর্বের শেষ ম্যাচে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। যদিও এরপর পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যান ভারতের এই অলরাউন্ডার। অর্থাৎ  ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের সে সিরিজে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। তরুণ খেলোয়াড় রিঙ্কু পাচ্ছেন সুযোগ । পাশাপাশি  এশিয়ান গেমসে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে গোল্ড মেডেল জিতেছিল ভারত। যে দলে ছিলেন আইপিএল মাতানো যশভি জয়সওয়াল, তিলক ভার্মা, আর্শদীপ সিং, জিতেশ শর্মারা। তারাও থাকছেন । অজিদের বিপক্ষে সে সিরিজে ভারতের প্রধান কোচের জায়গায়ও আসবে পরিবর্তন।

সিরিজটিতে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। বিশ্বকাপ পর্যন্ত বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তি থাকলেও তার ভবিষ্যতের ব্যাপারে কিছু জানা যায়নি।  শুধু টিম ইন্ডিয়াতেই নয় পরিবর্তন আসতে চলেছে আজই টিমে্ও । ‌ অজিদের আগের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছিলেন মিচেল মার্শ। এই সিরিজে তিনি চলে যাচ্ছেন বিশ্রামে। যে কারণে সিরিজটিতে অধিনায়কত্বের ভার পড়েছে ম্যাথু ওয়েডের কাঁধে। উল্লেখ্য পাকিস্তানের কাছে বিশ্বকাপ স্বপ্নের মতো ,  কারণ  এবারের মতো ছিটকে গিয়েছে পাকিস্তান ।  ফলত সেমিফাইনালে  যে ভারত পাকিস্থান ম্যাচ হচ্ছে না তা স্পষ্ট ।

FREE ACCESS

Related Articles