দেশ

বাংলার “লক্ষ্মীর ভাণ্ডার” মডেলই হাতিয়ার মধ্যপ্রদেশে

Madhypradesh Laxmi Bhander

The Truth of Bengal: অর্থনীতিবিদরা বলেন,বাজার চাঙ্গা করতে নগদের জোগান বাড়ানো দরকার। নগদ অর্থের জোগান বাড়লে সাধারণ মানুষ বেশি করে জিনিস কিনতে পারবেন। আর এক্ষেত্রে  মহিলারাই হলেন আর্লি এডপটর।তাঁদের হাতে বেশি অর্থ থাকলে বেশি করে বাজারে খরচ হয়।এই সহজসত্য বুঝেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্ণীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেন।সেই প্রকল্পের সুবিধা কাজে লাগিয়ে বাংলার মহিলারা আর্থিক শ্রীবৃদ্ধি করেছেন।এবার সেই মহিলা ভোট ব্যাঙ্ক ধরে রাখতে মমতা মডেল অনুসরণ করতে চাইছে বিজেপি ও কংগ্রেস।কর্ণাটকের মতোই মধ্যপ্রদেশেও বাংলার লক্ষ্ণীর ভান্ডার ভোটের লক্ষ্ণী ধরে রাখার হাতিয়ার হয়ে উঠেছে।২৩০ আসনের  বিধানসভায় এবার টানটান লড়াই হবে,সমীক্ষায় প্রকাশ. হাড্ডাহাড্ডি লড়াইতে মহিলারাই এক্স ফ্যাক্টর হতে পারে।মহিলা ভোটব্যাঙ্কের মুঠি নিজেদের হাতে রাখতে বিজেপি বাংলার পথে হাঁটে…

.লক্ষ্মীর ভাণ্ডারকে খয়রাতির রাজনীতি বলে কটাক্ষ করে বিজেপি

. বাংলা  মডেলই হাতিয়ার মধ্যপ্রদেশের  বিজেপি নেতাদের

. ১২হাজার টাকা করে নগদ সাহায্যের প্রতিশ্রুতি পদ্মের

. বিজেপিকে টেক্কা দিতে   অনুদানের ঘোষণা কংগ্রেসের

.মহিলাদের হাতে রাখতে ১৫হাজার নগদ প্রদানের আশ্বাস

.মমতা মডেলই ভরসা মধ্যপ্রদেশ  কংগ্রেস-বিজেপির

মধ্যপ্রদেশে মহিলা ভোটার ৪০শতাংশের কাছে্।আঠারোয় কংগ্রেস এই দ্বিতীয় বৃহত্তম রাজ্যে জিতলেও বিজেপি দল ভাঙায়।দলবদলুদের সাহায্যে ক্ষমতার রাশ হাতে রাখে।এবার জনতার মুখোমুখি শিবরাজ সিং চৌহ্বানরা।বিজেপি তার ওপর ভরসা রাখতে পারছে না।নব্য নেতাদের তুলে আনার ছক নিয়েছে।এরমাঝে বিজেপি ৩৫শতাংশ মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে।সেই মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতিতেও নিশ্চিত হতে পারছে না।মহিলা ভোট ব্যাঙ্ক দখলে না থাকলে তাদের ভরাডুবি অনিবার্য।এই অবস্থায় বিজেপির চমকের রাজনীতিকে টক্কর দেওয়ার জন্য কংগ্রেসও পাল্টা প্রতিশ্রুতির পথ নিচ্ছে।লক্ষ্ণীর ভাণ্ডারের অনুকরণে কংগ্রেস   মাসে ১৫হাজার টাকা করে  দেওয়ার প্রতিশ্রুতি দিল।এখন নারীসমাজের সমর্থন কাদের দিকে থাকে তাই দেখার।পাল্লা কার ভারী হয় সেটাই লক্ষ্যনীয়।

Related Articles