
The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এসএসকেএম হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়াল কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ একটি। ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সিভি ও আবেদনপত্র পাঠাতে হবে এই ইমেইল আইডি—[email protected]। আবেদনপত্র বাছাইয়ের পর শর্টলিস্টে থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: বেসিক সায়েন্স বা ফার্মাসিতে স্নাতক। জিসিপি সার্টিফিকেট বাধ্যতামূলক। গবেষণায় এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ৩৫ বছরের মধ্যে কম হতে হবে।
মাইনে মাসে ২০ হাজার টাকা।
চাকরিপ্রার্থীকে রাজ্যের যে কোনো জায়গায় যেতে হতে পারে। চুক্তিভিত্তিক চাকরি। ইংরেজি, হিন্দি ও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। ইন্টারভিউয়ের সময় সব প্রয়োজনীয় নথিপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি সঙ্গে রাখতে হবে।