
The Trtuh of Bengal: মধ্যপ্রদেশে বিধানসভার ২৩০টি আসনে ১৭ নভেম্বর ভোট। নির্বাচনে জোরদার প্রচার শুরু করেছে কংগ্রেস। টানা প্রচার চালাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মধ্যপ্রদেশের নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাহুল। জাতিগণনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণে শানালেন তিনি। রাহুল গান্ধী বলেন বললেন, নিজেকে দলিত বলে পরিচয় দেন মোদী। রাজ্যের সেই দলিত মানুষেরাই বঞ্চিত।
এইসব পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের সমীক্ষার কাজ কেন করা হবে না প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী বলেন, পিছিয়ে পড়া সম্প্রদায়কে নিয়ে সমীক্ষার কথা উঠলেই প্রধানমন্ত্রী চুপ করে থাকেন। মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপিও ঝাঁপিয়ে পড়েছে। তবে প্রচারের প্রথম থেকেই এগিয়ে রয়েছে কংগ্রেস। এদিকে গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপি। দলের গৃহযুদ্ধ সামাল দিতে বেসামাল অবস্থা কেন্দ্রীয় নেতাদের।
এই অবস্থায় নির্বাচনী প্রচারের ঝাঁজে বাড়িয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী এই নির্বাচনী জনসভা থেকে একদিকে কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সরকার গড়লে জাতি গণনা করা হবে। রাহুল বলেন, জাতি গণনার ফলে উঠে আসবে, সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থান। এই সমীক্ষার ফলে ছবির মতো বোঝা যাবে দেশের আর্থসামাজিক অবস্থা। রাহুল। জানান— মধ্যপ্রদেশে তো বটেই, কেন্দ্রে সরকার গড়ার পরে গোটা দেশেই জাতিগণনা করাবে কংগ্রেস।
Free Access