
The Truth of Bengal: রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ইডি ‘র হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের লিডার? তাও মেলেনি প্রশ্নের আসল উত্তর। বরং নিজেকেই প্রথমদিন থেকে বারবার নির্দোষ বলে দাবি করছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর বুধের পর শুক্রে, সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় গাড়িতে উঠার আগে নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
মন্ত্রী এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শরীর খারাপ হয়ে গিয়েছে আমার। বাঁ হাত, বাঁ পায়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে। সাংবাদিকদের প্রশ্ন রেশন দুর্নীতির কথা আপনি জানতেন? ওই দফতরের মন্ত্রী ছিলেন আপনি। তদন্ত করিয়েছিলেন? বাকিবুর রহমানকে কি আপনি চিনতেন? এ নিয়ে বারবার প্রশ্ন করা হলেও এদিন কোনও প্রশ্নের উত্তর মেলেনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ থেকে।
গাড়িতে ওঠার আগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান দেখা হবে ১৩ই নভেম্বর ব্যাংসাল আদালতে।
বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আপাতত কমান্ড হাসপাতালেই হবে রেশন দুর্নীতি মামলায় ধৃত ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা। এ নিয়ে বৃহস্পতিবার এজলাসের ভিতরে তর্কে জড়িয়ে পড়েন ইডি আইনজীবী ও কমান্ড হাসপাতালের আইনজীবীরা। মামলার পরবর্তী শুনানি ১৬ নভেম্বর।