আন্তর্জাতিক

আঞ্চলিক সম্পর্ক মজবুত করতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আমেরিকা

Anthony Blinken

The Truth of Bengal: ভারতে এলেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ২ প্লাস ২ বৈঠকে যোগ দিতে শুক্রবার সকালেই এসেছেন তিনি। এই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। বৈঠকে এসে ব্লিনকিন জানান, ‘ভারতের সঙ্গে ভবিষ্যৎ গড়ছি আমরা’।

 ব্লিনকিন আরও বলেছেন, “আমরা স্মরণীয় ও উল্লেখযোগ্য অংশীদারিত্বের সম্পর্ক গড়ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কই শুধু মজবুত নয়, আঞ্চলিক সম্পর্কও মজবুত হচ্ছে। ভারতের নেতৃত্বে জি-২০ সম্মেলন এর অন্যতম প্রমাণ। আমাদের আরও অনেক কিছু করার আছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, আমাদের দুই দেশের ভবিষ্যতের লক্ষ্যে আরও অনেক কাজ বাকি। আমরা ভারতের সঙ্গে মিলিতভাবে ভবিষ্যত তৈরি করছি।”

এদিন বৈঠকে এসে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ নিয়েও মন্তব্য করেন ব্লিনকিন। তাঁর মতে, গাজা-ওয়েস্টব্যাঙ্ক প্যালেস্টাইনের হাতেই থাক। জি-৭ গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে গিয়ে এই অভিপ্রায়ের কথা স্পষ্ট করেছেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। ইজরায়েল বন্ধুরাষ্ট্র হলেও আমেরিকার এই অবস্থান বদল আলাদা তাতপর্যপূর্ণ, মনে করছেন আর্ন্তজাতিক বিশেষজ্ঞরা।

Free Access

Related Articles