
The Truth of Bengal: ভারতে এলেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ২ প্লাস ২ বৈঠকে যোগ দিতে শুক্রবার সকালেই এসেছেন তিনি। এই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। বৈঠকে এসে ব্লিনকিন জানান, ‘ভারতের সঙ্গে ভবিষ্যৎ গড়ছি আমরা’।
ব্লিনকিন আরও বলেছেন, “আমরা স্মরণীয় ও উল্লেখযোগ্য অংশীদারিত্বের সম্পর্ক গড়ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কই শুধু মজবুত নয়, আঞ্চলিক সম্পর্কও মজবুত হচ্ছে। ভারতের নেতৃত্বে জি-২০ সম্মেলন এর অন্যতম প্রমাণ। আমাদের আরও অনেক কিছু করার আছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, আমাদের দুই দেশের ভবিষ্যতের লক্ষ্যে আরও অনেক কাজ বাকি। আমরা ভারতের সঙ্গে মিলিতভাবে ভবিষ্যত তৈরি করছি।”
এদিন বৈঠকে এসে ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ নিয়েও মন্তব্য করেন ব্লিনকিন। তাঁর মতে, গাজা-ওয়েস্টব্যাঙ্ক প্যালেস্টাইনের হাতেই থাক। জি-৭ গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে গিয়ে এই অভিপ্রায়ের কথা স্পষ্ট করেছেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। ইজরায়েল বন্ধুরাষ্ট্র হলেও আমেরিকার এই অবস্থান বদল আলাদা তাতপর্যপূর্ণ, মনে করছেন আর্ন্তজাতিক বিশেষজ্ঞরা।
Free Access