এথিক্স কমিটির রিপোর্ট পেশের পর মহুয়ার ‘ভাগ্যলিপি’ ঠিক করবেন স্পিকার
Lok Sabha Speaker will be take decision on Mahua Moitra

The Truth of Bengal: ‘টাকার বদলে প্রশ্ন’– এই অভিযোগ ওঠায় কয়েকদিন আগে লোকসভার এথিক্স কমিটির মুখোমুখি হতে হয়েছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। লোকসভার স্পিকারের কাছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে কী সুপারিশ করবে এথিক্স কমিটি, এখন সেই দিকে তাকিয়ে সব মহল। প্রথমে ঠিক ছিল মঙ্গলবার খসড়া রিপোর্ট দেবে এথিক্স কমিটি। পরে ঠিক হয় আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার সংসদীয় কমিটিতে ভাগ্য নির্ধারণ হবে মহুয়া মৈত্রর।
জানা গিয়েছে, এথিক্স কমিটির প্রধান বিজেপি সাংসদ বিনোদকুমার সোনকারের তদন্তের কাজ শেষ। তিনি সুপারিশ তৈরি করার কাজও প্রায় শেষ করে ফেলেছেন। সেই খসড়া রিপোর্ট পেস করা হবে বৃহস্পতিবার। তারপর লোকসভার স্পিকার সিদ্ধান্ত নেবেন মহুয়াকে শাস্তি পেতে হবে, নাকি সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা ও উপহার নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগ ওঠে। এছাড়াও সাংসদদের যে পোর্টালে লোকসভা ও রাজ্যসভায় প্রশ্ন উত্থাপন করতে হয় তার ইউজার নেম ও পাসওয়ার্ড তিনি দর্শন হিরানন্দানিকে দিয়ে দেন বলে অভিযোগ। পরিবর্তে মহুয়াকে নানা দামি উপহার ও বিদেশযাত্রার খরচ বহন করেন বলে জানান ওই ব্যবসায়ী।
এই অভিযোগ ওঠায় গত বৃহস্পতিবার সংসদের এথিক্স কমিটির মুখোমুখি হতে হয় মহুয়া মৈত্রকে। সেখানে এথিক্স কমিটির ‘এথিক্স’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে এসে দাবি করেন, এথিক্স কমিটির বৈঠকে তাঁকে ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করা হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ বিনোদ সোনকারের বিরুদ্ধে। প্রতিবাদে মহুয়া-সহ ওই কমিটির সব বিরোধী সদস্যের ওয়াক আউট করেছিলেন। সেই এথিক্স কমিটি এবার কী বিধিলিপি লিখল মহুয়ার জন্য, তা জানা যাবে আগামী বৃহস্পতিবার। তারপরের সিদ্ধান্ত লোকসভার স্পিকারের হাতে।
Free Access