
The Truth of Bengal: যারা কাজের চাপ থেকে দূরে সরে কোথাও একটা নিরিবিলি আস্তানার খোঁজ করেন তাদের কাছে কোলাখাম হয়ে উঠতে পারে অন্যতম পছন্দের গন্তব্য। পাহাড়ি জেলা কালিম্পংয়ের একটি গ্রাম কোলাখাম। লাভা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত ছবির মতো সুন্দর এই গ্রাম। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের বুক চিরে পৌঁছতে হয় কোলাখামে। ইতিমধ্যে ভ্রমণ পিপাসুদের মনে জায়গা করে নিয়েছে এই পাহাড়ি গ্রাম। শান্ত নিরিবিলি পরিবেশ চারিদিকে পাখিদের কলতান। সেই সঙ্গে চোখের সামনে ঘুমন্ত বুদ্ধকে দেখে সব ক্লান্তি যেন দূর হয়ে যায়।
পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায় এই গ্রাম থেকে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘার এমন রূপ দেখার মতো। একদিকে মনোরম পরিবেশ। অন্যদিকে, নৈসর্গিক কাঞ্চনজঙ্ঘা- দুইয়ের মেলবন্ধন পাওয়া যায় এই কোলাখাম গ্রামে। নিজের প্রাকৃতিক সৌন্দর্যে বিগত কয়েক বছরে পর্যটকদের কাছে টেনেছে এই পর্যটন কেন্দ্র। লোকমুখে প্রচার হওয়ায় এখন পর্যটকদের ব্যাপক সমাগম ঘটছে এই এলাকায়। কিছুদিন আগে পর্যন্ত যেখানে গুটিকয়েক হোম স্টে ছিল, এখন সেখানে পর্যটন ব্যবসার জোয়ার শুরু হয়েছে।
আজ এই গ্রামে হোম স্টে-র সংখ্যা ৪০-এর কাছাকাছি। দিনদিন বাড়ছে পর্যটকের সংখ্যা। এই গ্রামকে কেন্দ্র করে বদলে যাচ্ছে এলাকার অর্থনৈতিক মানচিত্র। আয় বাড়ছে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের।অনেকেই ছাঙ্গে ওয়াটার ফলস দেখতে যাওয়ার আগে এখানে রাতে থেকে যান। উপভোগ করেন নিস্তব্ধ রাতের নৈসর্গিক পরিবেশ। যারা ভিড় বা কোলাহল এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের কাছে একটি আদর্শ পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে পাহাড়ি গ্রাম কোলাখাম। পাহাড়ের অন্যতম পর্যটনক্ষেত্র হয়ে ওঠার পথে ছোট্ট এই জনপদ।
Free Access