বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভ ছড়াচ্ছে চাষিদের মধ্যে, আশ্বাস প্রশাসনের
Anger is spreading among the farmers

The Truth of Bengal: চাষিদের জন্য রাসায়নিক সারে ভর্তুকি দেয় সরকার। যাতে কম দামে সার পেতে পারেন চাষিরা। কিন্তু, সেই রাসায়নিক সার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। প্রিন্ট রেটের থেকে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ চাষিদের। সার কেনার পর চাষিদের দেওয়া হচ্ছে না পাকা রশিদ। এমন অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দীর্ঘগ্রাম, খড়গপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে।শীতের শুরু এখন।
জমিতে আলু এবং সরষে লাগানোর সময়। আলু চাষে অধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োজন হয়। আর সেই রাসায়নিক সার বিক্রি নিয়ে চলছে কালোবাজারি। প্রিন্ট রেট থেকে বেশি দামে কিনতে হওয়ায় সমস্যায় পড়ছেন চাষিরা। যা নিয়ে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন।কৃষি দফতরে যথাযথ অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছে প্রশাসন। এই প্রসঙ্গে ঘাটাল মহকুমা কৃষি আধিকারিক শ্যামাপদ সাঁতরা জানিয়েছেন, কোনও ভাবেই প্রিন্ট রেটের থেকে বেশি দাম নেওয়া যাবে না।
পাকা রশিদও দিতে হবে কৃষকদের।শীত আসছে। এখন নানা সবজি চাষ শুরু হবে। জমি তৈরি করছেন চাষিরা। আর শীতের চাষে বেশি প্রয়োজন হয় রাসায়নিক সারের। বিভিন্ন সমবায় থেকে সেই সার কেনেন চাষিরা। আর সেই সার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠছে। যার জন্য ক্ষোভ ছড়াচ্ছে চাষিদের মধ্যে। তবে প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় খুশি চাষিরা।
Free Access