কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত শুল্কের জেরে আর্থিক সংকটে চাল রপ্তানিকারক সংস্থা গুলি
Indian Rice Exporters

The Truth of Bangla: ভারতের সুগন্ধি চাল রপ্তানি হয় বিদেশে। চাহিদাও রয়েছে বেশ। বর্তমানে ১০৯ টি দেশে ভারতের চাল রপ্তানি করে। কিন্তু কেন্দ্রীয় সরকার চালের উপর যে অতিরিক্ত শুল্ক ধার্য করেছে, যার ফলে চাল রপ্তানিতে সমস্যায় পড়তে হয়েছে হচ্ছে এদেশের এক্সপোর্টারদের। চলতি সপ্তাহের শহরের এক পাঁচতারা হোটেলে পশ্চিমবঙ্গের চাল রপ্তানিকারী সংস্থার কর্মকর্তারা ও ভিন রাজ্য থেকে আসা রপ্তানি কারকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়,সংস্থার জাতীয় স্তরের সভাপতি ডঃ প্রেম গর্গ, সহ সভাপতি অর্ধেন্দু হাতি, মোহিত আগরওয়াল, ও কেশব হালদার, সংস্থার সম্পাদক সুনীল আগরওয়াল সহ বিশিষ্টরা। একইসঙ্গে এদিনের অনুষ্ঠান থেকে ভারতের চাল রপ্তানি কারকরা তারা একটি ন্যাশনাল ফোরামের অন্তর্ভুক্ত হয়।
যার ফলে আগামী দিনে বিপণনের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে বলেই মনে করছেন অনেকেই।কেন্দ্রীয় সরকার চাল রপ্তানিতে অতিরিক্ত শুল্ক আগামী দিনে তুলে না নিলে। বিদেশে চাল রপ্তানি করতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়তে পারে রপ্তানি কারক সংস্থাগুলি এমনই আশঙ্কা প্রকাশ ব্যবসায়ীদের।
Free Access