
The Truth of Bengal: এবার গগনযান নিয়ে বড়সড় আপডেট দেওয়া হল ইসরোর তরফে। সামনের বছরেই মহাকাশে মানুষ পাঠাচ্ছে ভারত। তবে এই মিশন হবে দুটি ভাগে। তবে তার আগেই হবে একটি টেস্ট ড্রাইভ। আর সেটা হবে চলতি বছরেই। তারই দিনক্ষন এবার ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর ছরফে জানানো হয়েছে চলতি বছরের চলতি মাসেই হবে প্রিলিমিনারি পরীক্ষা। আগামী ২১ শে অক্টোবর হবে এই পরীক্ষা। একদম দুর্গাপূজার মধ্যেই ভারতের গগনযানের মহাকাশে টেস্ট ড্রাইভ।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংইয়ের তরফে জানানো হয়েছে গগনযানের টেস্ট ভেহিকল স্পেস ফ্লাইট (TV-D1) আগামী ২১ অক্টোবর উৎক্ষেপণ করা হবে। অবতরণের সময় কী ভাবে এই গগনযান থেকে মহাকাশচারীরা বেরিয়ে আসবেন সেটির পরীক্ষা করা হবে এই টেস্ট স্পেস ভেহিকলে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই গগনযানের টেস্ট স্পেস ভেহিকলটি উৎক্ষেপণ করা হবে আগামী ২১শে অক্টোবর। এরপর আগামী বছর ২০২৪ সালে গগনযানটি মহাকাশচারীদের নিয়ে উড়ে যাবে মহাকাশে। এই যানটিকে আবার পৃথিবীর মাটিতে সফলভাবে নামিয়ে আনার জন্যই এই বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ইসরো। শুধু তাই নয় মহাকশচারীদের মহাকাশ যাওয়ার জন্য জোরকদমে চালানো হচ্ছে প্রস্তুতি।
জানা যাচ্ছে গগনযান মিশনের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় মহাকাশযান পাঠাবে ইসরো। এই মহাকাশযানটিতে থাকবেন তিন মহাকাশচারী। মিশনটিও হবে তিন দিনের। এর পর সেটিকে অবতরণ করানো হবে ভারত মহাসাগরে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ফাস্ট লুক। ইসরোর তরফে মহাকাশচারীদের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারা যাতে নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে পারেন সেই দিকে খেয়াল রাখার জন্যই ২১ শে অক্টোবর এই টেস্ট ড্রাইভ। এই প্রসঙ্গে, ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, ‘গগনযান মিশনের মূল লক্ষ্য হল মহাকাশচারীদের নিরাপদে নিয়ে যাওয়া ও তাঁদের ফিরিয়ে আনা’।
Free Access