
The Truth of Bengal: উৎসবের আগে স্বস্তি, বাড়ছে না ঋণের বোঝা, অপরিবর্তিত থাকছে রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানিয়েছেন, রেপো রেটে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। চতুর্থবারের জন্য রেপো রেট ৬.৫ শতাংশে রাখা হচ্ছে। এর ফলে পরোক্ষে দেশের বিভিন্ন ব্যাংকের ঋণগ্রহীতারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাংক। ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম তিন ত্রৈমাসিকে সেটা বাড়ানো হয়নি।
চতুর্থ ত্রৈমাসিকেও বাড়ানো হল না। এর আগে রেপো রেট লাগাতার বাড়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হারও টানা বাড়ছিল। সেই যন্ত্রণায় খানিকটা বিরাম দিল রিজার্ভ ব্যাংক। পরপর চার ত্রৈমাসিকে রেপো রেট না বাড়ায় উৎসবের মরশুমে EMI বাড়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার মানিটারি পলিসি কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, আগের মতো রেপো রেট ৬.৫০ শতাংশই রাখা হচ্ছে।
যা খানিকটা অপ্রত্যাশিত। বিশেষজ্ঞদের ধারণা ছিল, এবারে রেপো রেট অন্তত ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হবে। কিন্তু ব্যাংকগুলি এবং ঋণগ্রহীতাদের কথা ভেবেই রেপো রেট আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। মূলত, কেন্দ্রীয় ব্যাঙ্ক যে সুদের হারে বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে টাকা দেয় সেই সুদের হারকেই রেপো রেট বলা হয়। ফলে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়ালে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিও ঋণগ্রাহকদের উপর অতিরিক্ত বোঝা চাপায়।
Free Access