কলকাতা

এবার পুজোর তিলোত্তমার ঐতিহ্যবাহী ট্রামেও দর্শনার্থীদের আকর্ষণ হয়ে উঠবে

Durga Puja Special Tram

The Truth of Bengla: ঢাকের কাঠিতে বোল ফোটাতে শিল্পীরা মহড়া দিচ্ছেন।পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে।সুরে-ছন্দে  উত্সবে মাতোয়ারা হতে আম-বাঙালির আবেগের প্লাবন দেখা যাবে পুজো মণ্ডপে। উত্সবের আঙিনায় সেই  বাঁধ ভাঙা উচ্ছাস মেলে ধরতে সবাই অপেক্ষায়। আর ইউনেস্কোর হেরিটেজ তালিকায় জায়গা করে নেওয়া শারদ-উত্সবে দেশ-বিদেশের দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বাসের ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দফতর।সড়ক পথের মতোই জলপথেও সাজো সাজো রব।এবার তিলোত্তমার ঐতিহ্যবাহী  ট্রামেও দর্শনার্থীদের আসা-যাওয়ার  সুরাহা করা হচ্ছে।চালু করা হচ্ছে পুজো স্পেশাল ট্রাম। রঙীন উত্সবে মাতোয়ারা উত্সবপ্রেমীকে শহরের পুজোগুলি ঘুরিয়ে দেখানোর জন্য এই পুজো স্পেশাল ট্রাম চালানো হবে।

টালিগঞ্জ থেকে বালিগঞ্জ,পর্যন্ত আনন্দসফরে সামিল হতে পারবেন পুজো প্রেমীরা।  একদিকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় দুর্গোত্সবের সংযোজন আর অন্যদিকে ট্রামের দেড়শ বছর উদযাপন,দুইয়ের যুগলবন্দির জন্য থাকছে মনোরম ট্রাম যাত্রার সুবিধা।মূলতঃ পুজোর আনন্দ-উচ্ছ্বাসকে শহরজুড়ে ছড়িয়ে দিতে গণ-পরিবহণেও বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে বাংলার সরকার। ইতিহাস বলছে,আইকনিক ট্রাম চালু হয়েছিল,১৮৭৩এ। সেই ধিমেতালের ঐতিহ্য যানে  আধুনিকতার  ছোঁয়া লেগেছে।এখন সেই ধীর গতির ট্রামে চেপেই নিঝঞ্জাটে ঠাকুর দেখতে পাবেন দর্শনার্থীরা।এসি ট্রামে গড়িয়াহাট থেকে শ্যামবাজারের মধ্যে বেশ কয়েকটি পুজো দেখা যাবে।

মূলত সপ্তমী, অষ্টমী এবং নবমীকে কেন্দ্র করে নিগমের বেশির ভাগ পরিক্রমার নির্ঘণ্ট ভাবা হয়েছে। যাতায়াতের জন্য বাতানুকূল ভলভো এসি বাস, ট্রাম এবং জলপথে ভেসেলের কথাও ভাবা হয়েছে।পরিক্রমার প্যাকেজে রয়েছে কলকাতা ও শহরতলির বনেদি বাড়ির পুজো, জলপথে গঙ্গার বিভিন্ন ঘাট থেকে উত্তর কলকাতার বড় পুজো, শহরতলি থেকে কলকাতায় পুজো, এসপ্লানেড এবং বারাসত থেকে কলকাতার পুজো, কামারপুকুর এবং জয়রামবাটির পুজো ও গ্রামের জমিদারবাড়ির পুজো। এখন ট্রামেও সেই শরতের সেরা সফরের সংযোজন আলাদা আমেজ যে বয়ে আনবে তা নিশ্চিত সাধারণ যাত্রীরা।

Free Access

Related Articles