
The Truth of Bengal: পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। আর এবারে পুজোর আগেই মুক্তি পাচ্ছে রক্তবীজ ছবিটি। এই ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য্য, অম্বরীশ ভট্টাচার্যের মত অভিনেতারা।
খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। এই প্রথমবার থ্রিলার ঘরানার কোন ছবি দর্শকদের উপহার দিচ্ছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিটিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে মিমিকে। এই ছবিতে মিমি চরিত্রে র নাম সংযুক্তা। এসপি বর্ধমান।
তবে পর্দায় এই প্রথমবার পুলিশের ভূমিকায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী। ফলে এই ছবিও বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে মিমির কাছে । ১৯শে অক্টোবর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই এই ছবির বেশ কিছু শুটিংয়ের ছবি শেয়ার করেছেন মিমি । যা বেশ প্রশংসিত হয়েছে । সবমিলিয়ে ছবি মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
Free Access