রাজ্যের খবর

রং-তুলিতে মধ্যে দিয়ে মণ্ডপ সজ্জায় হাতের জাদু দেখানোর বড় লড়াই নেমেছেন নন্দকুমারের শিল্পী

Durga Puja 2023

The Truth of Bengal: ছোট থেকেই ছবি আঁকার নেশা ছিল তাঁর।রং-তুলিতে মনের ভাষা ফুটিয়ে তুলে  সবার মন কেড়ে নিতেন।শিল্পের মতো টান থেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্যরকম কিছু করার নেশা তাঁর।সেই নেশাকেই একদিন পেশা করতে চান নন্দকুমারের পঞ্চানন ভুঁইঞা।তবে কোভিডের জন্য এখন পড়াশোনা থমকে গেছে।কালি-কলমের জগত তাঁকে ছাড়তে হয়েছে।আক্ষেপ বুকে নিয়েই শিল্পে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই করছেন। নিজস্ব ভাবনার টাচ দিয়ে আলাদা ইমেজ তৈরির চেষ্টা করছেন।

এর মধ্যে দেবদেবী-আইডল বা প্রকৃতির জীবন কাহিনীর কথা শিল্প কর্মের মাধ্যমে তুলে ধরেছেন।এখন মণ্ডপ সজ্জায় হাতের জাদু দেখানোর বড় লড়াই লড়তে নেমেছেন এই শিল্পী।ফেলে দেওয়া জিনিস দিয়েই দর্শনার্থীদের মনে দাগ কাটার চেষ্টা তাঁর।চাল,ঔষধ, বালির ছোট নুড়ি , ফেলে দেওয়া বোতলের ছিপি, নারকেলের মালা  সহ অন্যান্য  জিনিসপত্র দিয়ে নানান ধরনে ছবি ফুটিয়ে তুলেছেন পঞ্চানন। গৌরাঙ্গ কুই্ল্যা যেভাবে শিল্প সাধনায় সেরা জায়গায় পৌঁছে গেছেন,সেভাবেই এই শিল্পীও জাতীয় স্তরে আলাদা পরিচয় গড়তে চান।

তাই  সারা বছর ধরে নিত্যনতুন কিছু করার চেস্টা করেন। তবে দুর্গাপূজার সময় ব্যস্ত হয়ে ওঠে মন্ডপ সজ্জার কাজে তাঁর আগ্রহ বেশি। তাঁর তৈরি মন্ডপ সজ্জা দার্জিলিং এর পাশাপাশি  রাজ্যের বিভিন্ন মন্ডপে জায়গা পাবে। রাত দিন এক করে তারই কাজ করে চলেছে পঞ্চানন।পঞ্চানন দেশও দশের কাছে সুনাম কুড়োক চাইছেন তাঁর বাবা-মা।

Related Articles