ভ্রমণ

নিস্তব্ধতায় ভরা দলগাঁও

West Bengal Tourisam

The Truth of Bengal: বাঙ্গালির কাছে পিঠে ঘুরতে যাওয়া  মানেই দার্জিলিং অথবা দিঘা । তবে এবার ঘিঞ্জি দার্জিলিং বা দিঘা কোন টায় না গিয়ে  চলুন ঘুরে আসি একেবারে নির্জন নিস্তব্ধতায় ভরা গ্রাম দলগাঁও থেকে। উত্তরবঙ্গের কোলে লুকিয়ে থাকা এই গ্রামটি ডুয়ার্স অঞ্চলের সমুদ্র পৃষ্ঠ থেকে ২৫০০ ফুট উঁচুতে অবস্থিত। এই গ্রাম ঔষধি গাছ উৎপাদনের জন্য জনপ্রিয়। দেখে অবশ্যই অবাক হতে হয়  ম্যালেরিয়া রোগ প্রতিরোধ ওষুধ কুইনাইন সেই ব্রিটিশ আমল থেকে বর্তমানেও সিঙ্কোনা প্ল্যান্টেশনে ম্যানুয়ালি পদ্ধতিতে তৈরি হয়ে আসছে। একপাসে জলঢাকা নদী আর অন্য দিকে দূর দূর পর্যন্ত চোখ গেলে দেখা মিলবে পাইন বনে ঘেরা জঙ্গলের।

রাই, ম্যাঙ্গার ও গুরুং সম্প্রদায়ের লোকেদের বাস এই গ্রামে। গবাদি পশু পালন, মৌমাছি পালন, কালো এলাচ চাস প্রভৃতি এখানে জীবিকা নির্বাহের অন্যতম গুরুত্ব পূর্ণ উৎস।  জলঢাকা নদীর উপর জলঢাকা হায়ডেল প্রকল্প ভারত-ভুটান সীমান্ত বরাবর একেবারে দলগাঁও এর কাছে অবস্থিত।  দলগাঁও গেলে অবশ্যই দেখতে ভুলবেন না দলগাঁও ভিউ পয়েন্ট । প্রকৃতির মনোরম দৃশ্য সহ ভুটানের কিছু অংশ দেখতে পাওয়া যায় এই ভিউ পয়েন্ট থেকে। পাহাড়ের এক পাশে ভারত আর একপাশে ভুটান, এই দৃশ্য দেখা ভাগ্যের ব্যাপার। এছাড়াও এই গ্রামে গেলে দেখতে পাবেন কুমাই জৈব চা বাগান, নেওরা ভ্যালি ন্যশেনাল পার্ক ।

নিরিবিলি গ্রামের পাহাড়ি রাস্তার আঁকা বাকা পথ ধরে হাঁটলে শুনতে পাবেন পাহাড়ি নানান পাখির মিষ্টি মধুর কোলাহল। পিকনিক, মাছ ধরা, নদী ট্র্যাকিং, সাঁতার কাটা উপভোগ করতে পারবেন দল গাঁওয়ে। চাইলে কাছাকাছি ঘুরে নিতে পারেন ঝালং, বিন্দু, প্যারেন সহ গরুমারা জাতীয় উদ্যান। যাবেন কি ভাবে? দল গাঁও যেতে গেলে আপনাকে প্রথমে ট্রেনে চড়ে আসতে হবে নিউ মাল জংশন, সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান ছোট্ট এই পাহাড়ি গ্রামে। দল গাঁও অত্যন্ত শান্ত নিরিবিলি ছোট একটি গ্রাম তাই খুব বেশি থাকার জায়গা না থাকলেও গুটি কয়েক হোম স্টে এখানে রয়েছে,  চাইলে অনায়াসে রাত্রি যাপন করতে পারেন এই গ্রামে।

Related Articles