বিদেশ থেকে ফিরেই রাজ্যপালের চিঠি পেলেন মমতাকে, জল্পনা স্রেফ ‘কুশল সৌজন্য চিঠি’
তার কয়েক ঘণ্টার মধ্যেই মমতাকে চিঠি পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, একটি নেহাতই সৌজন্যমূলক চিঠি, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগেও একটি শুভেচ্ছা বার্তা দিয়ে চিঠি পাঠানো হয়েছিল।

The Truth of Bengal: শনিবারই স্পেন ও দুবাই সফর শেষে করে বাংলায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনই মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে সেই চিঠির বিষয়বস্তু নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। মনে করা হচ্ছে, বিদেশ থেকে ফেরার পর সৌজন্যমূলক চিঠি পাঠানো হয়েছে রাজভবনের তরফে।
রাজ্যে কর্মসংস্তানের লক্ষ্যে বিনিয়োগ টানতে বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন এবং দুবাই দুটি দেশের বাণিজ্য সংস্থার সঙ্গে বৈঠক করেন। বাংলায় যে স্থায়ী সরকার, পরিকাঠামো ও সার্বিক পরিবেশ যে বাণিজ্য ও উৎপাদনের জন্য সেরা, তা তিনি বার্তা দেন শিল্পোদ্যাগীদের। কয়েক সংস্থার সঙ্গে মউ স্বাক্ষরও হয়েছে বলে জানা গিয়েছে। সেই সফর শেষ করে শনিবারই পশ্চিমবঙ্গে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই মমতাকে চিঠি পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, একটি নেহাতই সৌজন্যমূলক চিঠি, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগেও একটি শুভেচ্ছা বার্তা দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। তিনি ফেরার পর এই চিঠিও অনেকটা সেই রকম।
আরও পড়ুন- রাজ্যপাল সাদা হাতি, বললেন ব্রাত্য বসু, পাল্টা দিলীপের
সৌজন্যমূলক চিঠিচাপাটি যাই হোক না কেন, রাজ্য ও রাজভবনের সংঘাত যে অব্যাহত থাকছে, তার ইঙ্গিত শনিবারই শিক্ষাসেলের অনুষ্ঠানে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।