কলকাতা

গণেশপুজোয় কেদারনাথ মন্দির! নজর কাড়ল পাইকপাড়ায় মণ্ডপ

Ganesh Chaturthi Celebration in Kolkata

The Truth of Bengal: এখন আর শুধু মুম্বই নয়। কলকাতায়ও হইহই করে হচ্ছে গণেশ পুজো। শহরে বেশ কয়েকটি বড় মাপের পুজো হয় যা তাক লাগিয়ে দেয়। এখন গণেশ পুজো ঘিরে বেশ জাঁকজমক লক্ষ্য করা যায় কলকাতায় গণেশ পুজোয়। এবার কেদারনাথ দর্শনের সুযোগ দেওয়া হল দর্শকদের। পাইকপাড়ায় গণেশ পুজোয় এবারের থিম কেদারনাথ মন্দির। মহা ধুমধামে হচ্ছে পুজো। নেমেছে ভক্তদের ঢল।

উদ্যোক্তাদের দাবি, গণেশ পুজো উপলক্ষে কলকাতার যত মণ্ডপ হয়েছে, তার মধ্যে সবচেয়ে উঁচু পাইকাপাড়া নব যুবসঙ্ঘের এবারের প্যান্ডেল কেদারনাথ মন্দির। প্রায় ৩ মাস ধরে এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়। প্রথমে বাঁশ দিয়ে মণ্ডপটির কাঠামো তৈরি করা হয়। পরে তার ওপর কাঠ দিয়ে গড়া হয় কাঠামো। শেষে থার্মকল দিয়ে মণ্ডপটিকে চুড়ান্ত রূপ দেওয়া হয়। শুধু কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ নয়, গণেশ মূর্তিটিও অপরূপ হিসেবে গড়া হয়েছে। গোটা কলকাতার যে কটি গণেশ পুজো মণ্ডপ তৈরি হয়েছে, এটি সবার মধ্যে উঁচু।

পুজো কমিটির চেয়ারম্যান তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, এটি তার বিধানসভা কেন্দ্রের সব থেকে বড় পুজো। মুম্বইয়ে যেমন ৭দিন ধরে পুজো চলে, এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছে পাইকপাড়ার পুজো। পাইকপাড়ার এই পুজোয় তুলে ধরা হয়েছে কেদারনাথ মন্দির। প্রায় ৪০০ বছর মাটির তলায় চাপা পড়েছিল এই মন্দির। চারধামের অন্যতম কেদারনাথ মন্দির দেখার ইচ্ছা থাকে বহু মানুষের। তবে সেই সুযোগ পাওয়া যায় না। এবার গণেশ পুজোয় সেই কেদারনাথ মন্দিরের রুপ তুলে ধরা হল পাইকপাড়ায়।

 

Related Articles