কলকাতা

সিপিএমের অবস্থান কী, তা তারাই বলতে পারবে, দিল্লি যাওয়ার আগে বললেন অভিষেক

Abhisekh Banerjee's reaction on CPIM's stand

The Truth of Bengal: সময় যত গড়াচ্ছে, বিরোধীজোটে নানা বিচিত্র মোচড় লক্ষ্য করা যাচ্ছে। বিজেপি বিরোধী জোটের সমন্বয় কমিটি থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছে সিপিএম। বিষয়টি যে পলিটবুরোর সিদ্ধান্তেই হয়েছে, তাও প্রকাশ পেয়েছে। সূত্রের খবর, তৃণমূলের থেকে দূরত্ব বাড়াতেই সিপিএমের এই সিদ্ধান্ত। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, বিরোধী জোট নিয়ে সিপিএমের অবস্থান কী, তা তারাই বলতে পারবে।

সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই অধিবেশন ছোট হলেও যে গুরুত্বপূর্ণ সেই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বিশেষ অধিবেশনে। সেই  অধিবেশনে যোগ দিতে সোমবার দুপুরে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বার্তা দেন, বিজেপি বিরোধী লড়াইয়ে সম মনোভাবাপন্ন দলগুলিকে এগিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী INDIA জোটের অন্যতম অংশীদার তৃণমূল। সেই দলের প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কো-অর্ডিনেশন কমিটির সদস্য। গত ১৩ তারিখ ইডি দফতরে হাজিরার কারণে সমন্বয় কমিটির বৈঠকে উপস্থিত হতে পারেননি তিনি। অন্যদিকে INDIA জোটে থাকলেও তৃণমূলের সঙ্গে দূরত্ব রাখতেই সমন্বয় কমিটিতে প্রতিনিধি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের শীর্ষ নেতৃত্ব। বাংলার স্বার্থে জোট থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই আজ দিল্লি যাওয়ার আগে অভিষেকের এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে।

Related Articles