দেশ

Kashmir Encounter: অনন্তনাগ এনকাউন্টারে বড় সাফল্য পেল সেনা, খতম এক জঙ্গি

kashmir encounter died one militant

The Truth of Bengal: গত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরে চলছে চিরুনি তল্লাশি। সেনা জঙ্গির এনকাউন্টারও হয়েছে বেস কয়েক দফা, উপত্যকার অনন্তনাগ ও বারামুল্লার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি। সূত্রের খবর, শনিবার সকালেও বারামুল্লায় সেনা অভিযান চালানো হয়, জঙ্গিদের তরফে গুলি ছোঁড়া হয়। পাল্টা গুলি বর্ষণ করে সেনা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। যদিও এখনও অভিযান চালানো হচ্ছে। গ্রাম ও জঙ্গলের ভিতর লুকিয়ে থাকা একাধিক জঙ্গিদের খোঁজে বুশ অ্যাটাক করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনিক সূত্রের খবর, শনিবার সকালে বারামুল্লার হাথলাঙ্গা এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে এই খবর পাওয়ার পরেই সেনা অভিযান চালায়। জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই জঙ্গিদের তরফ থেকে এলোপাথাড়ি গুলি ছুটে আসে। পাল্টা মারে খতম হয় এক জঙ্গি, পুলিশের দাবি, আরও কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে এলাকায়, তাই দিনভর তল্লাশি অভিযান চালানো হবে। উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে শেষ গ্রাম হল হাথলাঙ্গা। ওপারেই পাক অধিকৃত কাশ্মীর, পুলিশের দাবি, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিরা  প্রবেশ করেছে।

গত মঙ্গলবার রাত থেকে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনা ও জঙ্গির লড়াই শুরু হয়। কোকেরনাগের জঙ্গলে চলে গুলির লড়াই। সেই ঘটনায় প্রাণ যায়, দুই সেনা আধিকারিক ও এক পুলিশ কর্তার। তারপর থেকে কাশ্মীর কয়েকটি জায়গায় সেনা অভিযান আরও জোরদার করা হয়েছে। সূত্রের খবর, অনন্তনাগের জঙ্গলে জঙ্গিরা একটি গুহায় লুকিয়ে রয়েছে। তাদের অবস্থান এমন জায়গায়, যে একদিকে চড়াই পাহাড়, অন্যদিকে রয়েছে গভীর খাদ। তাই জঙ্গিদের তেমন কোনও পালানোর পথ নেই। অন্যদিকে পুরো এলাকা দ্বিস্তরে ঘিরে রেখেছে সেনা ও পুলিশ।

Related Articles