কলকাতা

জেলাশাসকদের সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের, দিলেন কড়া বার্তা

The Truth of Bengal: আগামী ২০২৪ সালেই দেশের সাধারণ নির্বাচন। তার জন্য এখন থেকে ভোটার তালিকা নিয়ে প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এই দফতরের আধিকারিকরা। বৈঠক চলে প্রায় বারো ঘণ্টা।

সোমবার সকাল ৯টা। দক্ষিণ কলকাতার একটি হোটেলে শুরু হয় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক। শেষ হয় রাত ৯টা। সূত্রের খবর, এদিনের বৈঠকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকসহ জেলাশসকদের সঙ্গেও বৈঠক করা হয়। প্রতিটি জেলার জন্য ২০ থেকে ২৫ মিনিট বরাদ্দ করা হয়েছিল। মূলত ভোটার তালিকা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম সবার আগে বাদ দিতে হবে, তা সবার আগে সুনিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া, গিয়েছে, অনেকেই দু জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছেন। এমন কোনও ভোটারকার্ড যাতে না থাকে, সেদিকেও নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, নতুন ভোটারেরা যাতে সুষ্ঠিভাবে তালিকায় নাম তুলতে পারে, সেদিকে যেন বিশেষ ভাবে সহযোগিতা করা হয়। নামের বানান, ঠিকানা, বয়স এগুলি যেন ঠিকঠাক ভাবে দেখে নেওয়া হয় সেদিকে দৃষ্টি দেওয়া কথা বলা হয়েছে।

ভোটার তালিকা সংক্রান্ত কোন কোন জেলায় কত অভিযোগ রয়েছে, সে বিষয়ে এদিনের বৈঠকে বিশেষ খোঁজখবর নেওয়া হয়। এবং সেগুলি দ্রুত নিষ্পত্তি করতে কী কী পদক্ষেপ করা হয়েছে, তাও জানতে চান জাতীয় নির্বাচন কমিশনানের দুই উপ নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা, নীতিন ব্যাস।

Related Articles