
The Truth of Bengal: সিগন্যাল বিভ্রাটের কোপে ফের বন্দেভারত। রবিবার সকালে হাওড়া-বর্ধমান মেন লাইনে সিগ্যানালের ত্রুটি থাকায় বেশ কিছুক্ষণ আটকে পড়তে হয় সেমি বুলেট ট্রেন বন্দেভারতকে। স্থানীয় সূত্রের খবর, প্রায় ৩৫ মিনিট আটকে ছিল ট্রেনটি।ভারতের বন্দেভারত চালু হওয়ার পর থেকে নানা বাধা ও বিপত্তির সম্মুখীন হতে হয়েছে।
ভারতের প্রথম শ্রেণির প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন বলে বরাবর বিজ্ঞাপণ দিয়ে এসেছে ভারতীয় রেল। যদিও এই ট্রেন চালু হওয়ার পর থেকে বেশ কয়েকবার ছোট খাটো দুর্ঘটনার মুখে পড়েছে। ভারতের দ্রুতগামী ট্রেন দেশে চালু হলেও, রেলের পুরনো ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থার জেরে গতি থমকে যায় বন্দেভারতের। রবিবার সকালেও তাই হল।
রেল সূত্রের কভর, রবিবার সকাল ৬টা ২৫ মিনিটে একটি জায়গায় সিগন্যালে ক্রুটি ধরা পড়ে। ফলত কিছু লোকাল ট্রেনও দেরিতে চলতে শুরু করে। এদিন সকাল ৫টা ৫৫ মিনিটে বন্দেভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেয়। কিন্তু, বর্ধমান পৌঁছতেই থেমে যেতে হয় এই সেমিহাইস্পিড বুলেট ট্রেনকে। প্রায় চল্লিশ মিনিট দাঁড়াতে হয় বন্দেভারতকে। রেলের তরফে, সিগন্যাল ত্রুটি মেটানোর পরেই ট্রেন ছাড়ে।