কলকাতা

নুসরাত জাহানের পর এবার ইডির তলব অভিনেত্রী রূপলেখা

Flat fraud cases

The Truth of Bengal: ফ্লাট প্রতারণা মামলায় 12ই সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহান কে তলব করেছে ইডি , সঙ্গে সংস্থা ডিরেক্টর রাকেশ সিং কেউ তলব করা হয়েছে, সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে । সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টর ।এবার এই মামলাতেই টলিপাড়ার আরেক অভিনেত্রী রূপলেখা মিত্রকে তলব করা হল।জানা গিয়েছে, আগামী সপ্তাহে ইডি’র সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। টলিউডের পরিচিত মুখ রূপলেখা।সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’-এর তিন ডিরেক্টর ছিলেন রাকেশ সিং, নুসরত জাহান এবং রূপলেখা মিত্র। এই কোম্পানির মাথায় ছিলেন রাকেশ সিং।

রাকেশ সিং এবং নুসরতের পর এবার তৃতীয় ডিরেক্টর রূপলেখাকে তলব করে ইডি।রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা নয়-ছয়ের ঘটনায় রূপলেখার কী ভূমিকা ছিল? তিনি কোনওভাবে লাভবান হয়েছিলেন কি না, সেই সংক্রান্ত প্রশ্ন করা হতে পারে তাঁকে বলে খবর।  বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা একাধিক তথ্য প্রমাণ নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টারের কাছে গিয়ে অভিযোগ করেন । সেই অভিযোগ এর ভিত্তিতেই এক সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহান যিনি এই কোম্পানির ডিরেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

নুসরাত জাহানের বিরুদ্ধে মূলত অভিযোগ করা হয়েছিল এই সংস্থা থেকে তিনি একটা বিপুল পরিমাণ অংকের টাকা লোন নিয়েছিলেন সেই লোন তিনি কেন নিয়েছিলেন এবং কিসের জন্য এই কোম্পানি তাকে লোন দিল সেই লোন কি আমানত কারীদের টাকা থেকে দেয়া হয়েছে এবং এর আগে নুসরাত জাহান সাংবাদিক সম্মেলন করে দাবি করেন এই লোনের টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছেন এই লোনের টাকা কেন এত বছর পরে তিনি ফেরত দিলেন এইসব বিষয়ই তদন্ত করতে ১২ ই সেপ্টেম্বর ইমপোর্টমেন্ট ডিরেক্টরের তরফে সল্টলেক সিজিও কমপ্লেক্স হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Related Articles