
The Truth of Bengal: ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে রাজ্য সরকার। ২০২৪ সালের মধ্যে প্রতিটি পরিবার যাতে বিশুদ্ধ পানীয় জল পায় সেই লক্ষ্যে কাজ চালাচ্ছে। বেশিরভাগ পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। আসানসোল শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্যের যৌথ অম্রুত প্রকল্পের কাজ চলছে। বহু বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। বাকি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে অম্রুত প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে।
বহু কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প শেষ হলে মিটবে পানীয় জলের সমস্যা। এমনই আশাপ্রকাশ করেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। ডামরা ও জামুড়িয়ার বিস্তীর্ণ এলাকায় অম্রুত প্রকল্পের প্রথম ধাপে অনেকটাই কাজ হয়। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দিতে আসানসোল পুরনিগম উদ্যোগী হল। যার মধ্যে অন্যতম প্রকল্প হলো আসানসোল ডামরা প্রকল্প। যার জন্যে বরাদ্দ হয়েছে ২৮ কোটি টাকা।
অন্যদিকে ডামরা-জামুড়িয়া প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৮৮ কোটি টাকা। এই দুটি প্রকল্পের কাজ শেষ হলে ওই অঞ্চলের প্রতিটি ঘরে পানীয় জলের সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র বিধান উপাধ্যায়। একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্প দুটির উদ্বোধন করেন মহানাগরিক বিধান উপাধ্যায়। লক্ষ্য নেওয়া হয়েছে দ্রুত কাজ শেষ করার। ২০২৪ সালের মধ্যে এই প্রকল্প দুটির কাজ শেষ হবে আশাবাসী মেয়র। খনি অঞ্চলে পানীয় জলের যে সমস্যা আছে তা এবার দূর হতে চলেছে বলে মনে করছে এলাকার লোকজন।