নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার নাবালিকা করল রাজ্য পুলিশ
State police rescued the minor from Red Light Area

The Truth of Bengal: বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা এক নাবালিকাকে উদ্ধার দুর্গাপুরের যৌনপল্লি এলাকা থেকে। কাজ দেওয়ার নাম করে নিয়ে এসে ওই নাবালিকাকে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি এক মহিলা-সহ পাচার চক্রের তিনজন গ্রেফতার করেছে পুলিশ। নিখোঁজ আরও এক বাংলাদেশি নাবালিকার খোঁজে পুলিশ। দুর্গাপুরের কাদারোড এলাকায় এক নাবালিকাকে ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদ করে দুর্বার সমিতি জানতে পারে সে বাংলাদেশের। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে।
নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সংস্থায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে এরাজ্যে আনা হয়। তারপর কাকসার পানাগড়ে রাখা হয়। সুযোগ বুঝে দুর্গাপুরের যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় মহিলা। তারপরেই দুর্বার সমিতির নজরে যেতেই ওই নাবালিকার কাছ থেকে পরিচয়পত্র দেখতে চায়। পরিচয়পত্র না পেয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই নাবালিকাকে। পুলিশ ওই নাবালিকাকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে বাংলাদেশের নাগরিক। তার সঙ্গে আরও এক নাবালিকাকে নিয়ে আসা হয়েছিল। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশি নাবালিকাকে পাচারের ঘটনায় পুলশী এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে। পানাগড় থেকে গ্রেফতার হয় শেখ মুস্তাক। কদরোড থেকে গ্রেফতার হয় পাপ্পু রজক ও শাহিনুর বিবি নামের এক মহিলা। ধৃতদের জামিন অযোগ্য ধারায় পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। এই চক্রের পেছনে মূল মাথা কে, তা জানতে জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ।