
The Truth of Bengal, Mou Basu: লালমাটির জেলা বীরভূমের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার বীরভূম জেলার শিশু সুরক্ষা দফতরে অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ১টি। বিকম পাস গ্র্যাজুয়েট হলেই চাকরির আবেদন করা যাবে।
১ বছরের মেয়াদে চুক্তিভিত্তিক হিসাবরক্ষক বা অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে। কাজে সন্তুষ্ট হলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে।
২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন: ১৮,৫৩৬ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: বিকম পাস গ্র্যাজুয়েট।
কাজের অভিজ্ঞতা: ন্যূনতম হিসাবরক্ষক বা অ্যাকাউন্ট্যান্টের কাজে ২ বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটার ব্যবহারের ন্যূনতম জ্ঞান। অ্যাকাউন্টিং জবের জন্য ট্যালি সফটওয়্যার ব্যবহারের জ্ঞান।
৩টি পদ্ধতিতে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে -১) লিখিত পরীক্ষা, পূর্ণমান-৮০ নম্বর, এরমধ্যে অ্যাকাউন্ট্যান্সি ৩০ নম্বরের, গণিত ২০ নম্বরের, সাধারণ জ্ঞান ২০ নম্বরের আর ইংলিশ ১০ নম্বরের)। কম্পিউটারের পরীক্ষার জন্য ১০ নম্বর আর মৌখিক পার্সোনালিটি টেস্টের জন্য ১০ নম্বর বরাদ্দ। লিখিত পরীক্ষায় কাট অফ মার্কস পেলেই সফল ব্যক্তিদের ডাকা হবে কম্পিউটার পরীক্ষার জন্য। কম্পিউটার পরীক্ষায় সফল হলে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য।
একমাত্র অনলাইনে আবেদন করা যাবে। অফলাইনে আবেদন একেবারেই করা যাবে না। ৩১ আগস্টের বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে।
কীভাবে আবেদন করতে হবে –
বীরভূমের জেলাশাসকের অফিশিয়াল ওয়েবসাইট “https://birbhum.gov.in” – এ অনলাইনে আবেদন করার লিঙ্ক দেওয়া আছে। অসম্পূর্ন আবেদন বাতিল করা হবে। অনলাইনে আবেদন করার সময় পরিচয়পত্রের ও বসবাসের প্রমাণ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ডের তথ্য। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র। কাজের অভিজ্ঞতা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রের তথ্য দিতে হবে। পরে ভেরিফিকেশনের সময় আসল নথিপত্র সঙ্গে রাখতে হবে।