অফবিটলাইফস্টাইল

চোখের ভাষায় মনের চরিত্র

Eyes help you to know partner's heart

The Truth of Bengal, Mou Basu: কথায় বলে মানুষের চোখই হল মনের জানালা। কারণ, মনের ভেতরে কী চলছে তা ভালো ভাবে ফুটে ওঠে চোখের ভাষায়। চিনে চোখের ভাষা পড়ে মানব চরিত্র বিশ্লেষণ করার চল আছে। চোখের আকার (শেপ) ও চোখের মণির রঙ দেখে বলা হয় মানুষটি কেমন? কী তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য?

আসুন দেখে নিই চোখের আকার কেমন হলে, আপনার চরিত্র কেমন হবে?

★ গোলাকার বা আমন্ড বাদামের মতো আকৃতির চোখ হলে আপনি খুবই ক্রিয়েটিভ। শৈল্পিক ক্ষমতা রয়েছে আপনার। আপনি খুবই সদা সতর্ক ও তৎপর। চোখ-কান খোলা রাখেন। চারিদিকে কী হচ্ছে সেদিকে সতর্ক নজর রাখেন। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চলতে পারেন।

★ অনেকের চোখ ভেতর দিকে ঢোকা হয় সেক্ষেত্রে আপনি পুরোনো চিন্তাভাবনা, চিন্তাধারা নিয়ে চলতে ভালোবাসেন। আপনি চিরাচরিত রুটিন মেনে চলেন। নিয়মশৃঙ্খলা ভীষণ ভাবে মেনে চলেন।

★যাঁদের চোখ একটু বড়ো বড়ো দেখে মনে হয় ঠিকরে বেরিয়ে আসছে তাঁরা খুব ফ্লেক্সিবল ও ইম্পালসিভ হন। নতুন কিছু করার ব্যাপারে সদা তৎপর। অচেনা, অজানাকেই জীবনের আসল উদ্দেশ্য বলে মনে করেন। তাতেই জীবনের আনন্দ খুঁজে পান। নতুন পরীক্ষা নিরীক্ষা করতে ভয় পান না। ঝুঁকি নেওয়ার বিষয় সাহসী।

★ বড়ো বড়ো ভাসা ভাসা চোখ যাঁদের তাঁরা খুব রোমান্টিক মনের মানুষ হন। দেখলে মনে হয় তাঁদের জীবন যেন বইয়ের খোলা পাতার মতো কিন্তু আদতে তাঁরা রহস্যময় চরিত্রের। নিজেদের আবেগ সবার কাছে প্রকাশ করেন না। শুধু যাঁরা খুব কাছের তাঁদের কাছেই নিজের মনের কথা প্রকাশ করেন। সংবেদনশীল ও বন্ধুত্বপূর্ণ চরিত্রের মানুষ হন।

★ নিচের দিকে বা ওপরের দিকে বেঁকে গেছে এমন চোখ হলে তাঁরা খুবই অ্যাম্বিশাস বা উচ্চাকাঙ্খি হন। যে কোনো কাজ করার বিষয়ে সব সময় মানসিক ভাবে উৎসাহিত থাকেন। মনের ভেতর থেকে অনুপ্রেরণা খুঁজে পান। এক্সট্রোভার্ট বা বাইরের জগতে মিশতে ভালোবাসেন। তবে মানসিক ভাবে লাজুকও হন।

আপনার চোখের মনির রঙই বলে দেবে আপনি কেমন মানুষ –

১) আপনার চোখের মনির রঙ ব্রাউন হলে আপনি আত্মনির্ভর, বাস্তববাদী, বন্ধুত্বপূর্ণ, সহজে মেশা যায় এমন মানুষ। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনার নিজের ওপর প্রচণ্ড আস্থা। মানসিক জোর অপরিসীম, আপনি সবার সঙ্গে মিশতে পারেন। আপনি খুবই বিশ্বাসী। সম্পর্ক ও কাজকে খুব গুরুত্ব দেন। আধ্যাত্মিকতায় বিশ্বাসী।

২) আপনার চোখের মণির রঙ সবুজ হলে আপনি ক্রিয়েটিভ, আত্মনির্ভরশীল। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চলতে পারেন। স্বাধীন মনের মানুষ হন। সম্পর্ককে গুরুত্ব দেন। আপনি খুবই বুদ্ধিমান।

৩) আপনার চোখের মণির রঙ নীলচে হলে আপনি খুবই বুদ্ধিমান। সামাজিক কাজে চরম উৎসাহী। কষ্টসহিষ্ণু হন।

Related Articles