রাজ্যের খবর

বছর দুই আগের সেই আতঙ্কের স্মৃতি ভুলে কেমন আছে সুন্দরপুর

Sundarpur

The Truth Of Bengal: অজয়ের জলের তোড়ে ২০২১-র ১ অক্টোবর ভেঙে যায় সুন্দরপুরের বাঁধ। একবছর পর কেমন আছে নানুরের ভাঙন কবলিত গাঁ তা দেখতেই আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গিয়েছিল। চাওয়া-পাওয়ার কথা আমাদের সামনে তুলে ধরলেন গ্রামবাসীরা। সুন্দরপুরবাসীর দেওয়া তথ্য নিয়েই এই বিশেষ প্রতিবেদন।

২ বছর আগেকার দুঃসহ স্মৃতি এখনও ভুলতে পারেননি নানুরের সুন্দরপুরবাসী। একুশের আক্টোবরে যখন অজয়ের জলে প্লাবিত হয় কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোটের বিস্তীর্ণ এলাকা, তখন বাঁধ ভেঙে যায় সুন্দরপুরে। লোকালয়ে জল ঢোকায় জলবন্দি হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যায়। বন্ধ হয়ে যায় একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা। জল থেকে বাঁচতে শেষ সম্বলটুকু নিয়ে উঁচু জায়গায় এসে আশ্রয় নেয় পরিবারগুলি।সরকারি সহায়তায় গ্রামবাসীরাই জোর কদমে নেমে পড়েন গ্রাম পুনর্নির্মাণের কাজে। দ্রুত সেজে ওঠে  নানুরের সুন্দরপুর গ্রাম। সবার মুখে একটাই কথা, শোনা যায়, অজয়ের রুদ্ররুপ আর যেন দেখতে না হয়। দুবছর পর কেমন আছে সেই সুন্দরপুর তা দেখতেই আমাদের গ্রাউন্ড জিরোয় পৌঁছে যাওয়া। খোঁজখবর নিয়ে দেখি কীকী পেয়েছেন তাঁরা। অনেকেই বললেন ঠাঁই গড়ে উঠুক,হোক পানীয় জলের টিউবওয়েল থেকে সাবমারসিবেলের ব্যবস্থা।

গ্রামবাসীরা আরও  বলছেন বাঁধের অবস্থা   খারাপ। তাই অজয়ের জল বাড়লেই আতঙ্ক গ্রাস করে।রাতের ঘুমেও তাড়া করে বন্যার আগ্রাসী আওয়াজ।

প্রশাসন গ্রাম পুনর্নির্মাণের কথা ঘোষণা করে কাজে নামে। গ্রামবাসীদের দেওয়া  বাড়ি তৈরির অনুদান কাজে লাগিয়ে মাথার ছাদ তৈরির কর্মষজ্ঞ চলছে। রাস্তা, বিদ্যুৎ, পানীয় জলের বন্দোবস্তের দায়িত্ব নেয় প্রশাসন। সেই মতো ৮৮ টি পরিবারের নামে প্রায় দেড় লক্ষ করে অনুদান বরাদ্দ হয়েছে।  সেই টাকায় পুরোদমে কাজ চলছে গ্রাম পুনর্নির্মাণের। প্রশাসন চেষ্টা করছে সেফটি ভাল্ব তৈরির। সৌন্দর্য শোভিত গ্রামকে রক্ষা করার। আমজনতার স্বার্থে সমাজকে সুরক্ষিত রাখার প্রশাসনিক উদ্যোগ সবার কাছে আশা জাগাচ্ছে।

 

 

 

Related Articles