
The Truth of Bengal: কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলেই ভারতীয় জাদুঘরের পাশেই রয়েছে কিডস স্ট্রিট বিধায়ক আবাস। যে সকল বিধায়ক এর নিজেদের বাড়ি কলকাতা থেকে ৫০ কিলোমিটার এর বেশি দূরে ,তাঁরা সেখানে একটি করে থাকার জন্য ঘর পান। এছাড়াও তাঁদের অতিথি হিসেবে অথবা বিধানসভার অধ্যক্ষের অনুমোদনক্রমে বিভিন্ন ব্যক্তি গেস্ট হাউসে অতিথি হিসাবে থাকতে পারেন নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। বেশ কিছুদিন ধরেই সব দলেরই বিভিন্ন বিধায়করা অধ্যক্ষের কাছে অভিযোগ করছিলেন যে তাঁদের ক্যান্টিনে খাওয়া-দাওয়ার মান সম্পর্কে। খাদ্যের মান এবং মেনু নিয়ে বিভিন্ন অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। এইসবের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ বিধায়কদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেন বিধায়ক আবাসে এবং বিধানসভায় ক্যান্টিন ব্যবস্থাকে ঢেলে সাজার।
তারই পরিপ্রেক্ষিতে প্রখ্যাত ক্যাটারিং সংস্থা বিজলী গ্রিল কে দেওয়া হয় বিধানসভার ও কিডস টিটে বিধায়ক আবাসের ক্যান্টিন পরিচালনার দায়িত্ব। বিধানসভার থেকে নির্দেশ দেওয়া হয় বিধায়কদের এবং তাদের অতিথিদের ন্যায্য মূল্যের বিনিময় এ খাবার সরবরাহ করার জন্য। তাঁদের এই ক্ষতি পুষিয়ে দিতে পরিচালনার দায়িত্বে থাকা বিখ্যাত ক্যাটারিং সংস্থা বিজলী গ্রিলকে কিডস স্ট্রিটের, সামনে রাস্তার দিকে সুসজ্জিত রেস্তোরাঁ করার জন্য বিধানসভার পক্ষ থেকে কিছুটা জায়গা দেওয়া হয়। সকাল দশটা থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের জন্য লাঞ্চ ডিনার স্নাক্স আইটেম সহ বিভিন্ন খাবার পরিবেশন করবেন ওই এসি রেস্তোরাঁ। একসাথে ৫০ জন বসে খাবার ব্যবস্থা থাকছে এখানে। এছাড়াও প্যাকেট করেও খাবার নিয়ে যাবার ব্যবস্থা আছে।
তাঁদের ১৮ তম এই শাখা মধ্য কলকাতার বহু মানুষের এবং বাংলাদেশসহ বিদেশ থেকে আগত বহু ভোজন রসিক ব্যক্তির রসনা তৃপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী বিজলী গ্রিল সংস্থার অপর্ণা বারিক। তাঁদের এই জায়গাটি দেবার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এই নবনির্মিত রেস্টুরেন্টের উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ছিলেন সরকারপক্ষের উপমুখ্য সচেতক প্রবীণ বিধায়ক তাপস রায়, এম এল এ হোস্টেল সুপারিনটেনডেন্ট সুশান্ত মন্ডল। বিধানসভার বিশেষ সচিব ও ও এসডি ধৃতিরঞ্জন পাহাড়ি, বিজলীগ্রিল সংস্থার পক্ষে অপর্ণা বারিক। এছাড়াও ছিলেন বিধানসভার সচিবালয়ের যুগ্ম সচিব স্বস্তি আচার্য সহ বিধানসভার অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে সকল অতিথিদের আপ্যায়নে তদারকি করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এমএলএ হস্টেলে এই ক্যান্টিন চালু হওয়ায় খুশি ভোজন প্রিয় মানুষেরা।