
The Truth of Bengal, Mou Basu: আগামী ১৭ ডিসেম্বর হবে অধ্যাপক নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা। ১ আগস্ট থেকে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন কীভাবে করা যাবে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন।
আবেদন করার যোগ্যতামান কী, পরীক্ষার নিয়মাবলি কী, নম্বর কত লাগবে, এসংক্রান্ত বিশদ তথ্যের জন্য ক্লিক করতে হবে www.wbcsonline.in ওয়েবসাইটে।
প্রথমে ওয়েবসাইটে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় যা সব নথিপত্র চাওয়া হবে তা দিতে হবে আবেদনকারীকে। ছবিও আপলোড করতে হবে। প্রয়োজনীয় ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর কনফার্মেশন পেজের প্রিন্ট আউট আপনার কাছে রেখে দিতে হবে।
১ আগস্ট থেকে শুরু হয়েছে সেটের আবেদন প্রক্রিয়া। আগামী ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। সাবধানে আবেদন করতে হবে। ভুল না করাটাই বাঞ্ছনীয়। যদি কোনো ভুল থাকে তা’হলে ৯-১১ সেপ্টেম্বরের মধ্যে তা সংশোধন করতে হবে।
জেনারেল ক্যাটাগরির আবেদনকারীর ক্ষেত্রে ফী লাগবে ১২০০ টাকা। ওবিসির জন্য ৬০০ টাকা, তপশিলি জাতি ও উপজাতি, তৃতীয় লিঙ্গের প্রার্থী ও শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ৩০০ টাকা করে ফী লাগবে।
৩৩টি বিষয়ের ওপর পরীক্ষা হবে। প্রতিটি পেপারের পূর্ণমান ১০০ নম্বর।
চাকরিপ্রার্থীদের স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে পাশ করতে হবে। তপশিলি জাতি ও উপজাতি, ও শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে নম্বরে ৫% ছাড় আছে। স্নাতকোত্তর পরীক্ষায় বসেছেন এমন চাকরিপ্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সহকারী অধ্যাপকদের জন্য ন্যূনতম ৫৫% নম্বর পাওয়া বাধ্যতামূলক।
পরীক্ষায় বসার জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। ডাকযোগে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে পাসপোর্ট সাইজের ছবির সাইজ কী হবে, সই কীভাবে করতে হবে তা বলা আছে।