গল্প ও কবিতারাজ্যের খবর

মৃত্যুবার্ষিকীতে রবীন্দ্র স্মরণে শান্তিনিকেতনে অনুরাগীদের ভিড়

Rabindranath Tagore Death Anniversary

The Truth of Bengal: এদিন সকাল থেকেই শান্তিনিকেতনের আকাশে বাতাসে ঘন মেঘে আচ্ছন্ন। শ্রাবণের বৃষ্টির, লাল মাটি ভিজে স্যাঁতস্যাতে। কেমন যেন গোটা শান্তিনিকেতন জুড়ে ভারাক্রান্ত হৃদয়। ঠিক এরকম একটা পরিবেশে বাঙালি প্রিয় কবি রবীন্দ্রনাথ বিদায় নিয়েছিলেন না ফেরার দেশে। কিন্তু তাঁর অজস্ব লেখা। কথায়, গানে, লেখায় আজীবন থাকবেন বাঙালীর মননে। বাঙালির প্রিয় কবি, লেখক, নাট্যকার, বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটার অবদান অনস্বীকার্য।

সেই প্রিয় কবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে এ রাজ্যের পাশাপাশি শান্তিনিকেতনও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে প্রিয় কবির তিরোধান দিবস। ভোর বেলায় বৈতালিক, বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মীরা সমবেত হয়ে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করে। সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা। এরপর সমবেত পড়ুয়া, অধ্যাপক, কর্মী, রবীন্দ্রভবনের কবির বাসভবন উদয়নগৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুস্পার্ঘ্য অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয়।

বিশ্বভারতীর তরফ থেকে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের তিরোধান দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এ বছরও রবীন্দ্র সপ্তাহ পালন করা হচ্ছে। বিকালে বৃক্ষরোপণ অনুষ্ঠান রয়েছে। সারা সপ্তাহ ধরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানানো হবে।

Related Articles