কলকাতারাজনীতি

উপাচার্য নিয়োগ নিয়ে ফের বিতর্কে রাজ্যপাল     

CV Anand Bose

The Truth of Benagal: পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যের শিক্ষাদফতরের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সময় শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে নিয়োগ করেছিলেন তিনি। বিষয়টি ভালোভাবে নেয়নি রাজ্যসরকার। রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, এই উপাচার্যদের নিয়োগ বৈধ নয়। তার কারণ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই এই সকল উপাচার্যদের নিয়োগে শিলমোহর দিয়েছেন সি ভি আনন্দ বোস। এরপরই সংঘাত বাধে। বারবার আক্রমণ শানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষদফতরের তরফে নিযুক্ত উপাচার্যদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়।

যদিও, হাইকোর্টের নির্দেশ দেয় উপাচার্যদের বেতন বন্ধ করা যাবে না। এই পরিস্থিতিতে ফের অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। সূত্রের খবর, বর্ধমান ও দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়েরও ভিসি ঠিক করে ফেলেছেন সি ভি আনন্দ বোস। জল্পনায় উঠে আসছে বিবরাজ পারিদা ও রথীন বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রসঙ্গত, দিন কয়েক আগেই অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেন তিনি।

এর পাশাপাশি রাজ্যপালের ‘পিস অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন’কমিটির চেয়ারম্যান করা হয় অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে। রাজ্যপালের এই একরোখা আচরণে যে অসন্তুষ্ট, তা বারবার বার্তা দিয়েছে রাজ্যসরকার। কিন্তু নিজের খেয়ালেই উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল। রাজ্যপালের এই নতুন নিয়োগ নিয়ে শিক্ষাদফতর নতুন করে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে সূত্রের খবর, রাজ্যপালের এই স্বৈরাচারী পদক্ষেপ মেনে নিতে পারছে না শিক্ষাদফতর।

Related Articles