রাজনীতিরাজ্যের খবর
Trending

জেলা পরিষদে ২০ তে ২০! ২৪-র হুঙ্কার বিজেপির

Panchayat Election 2023

The Truth of Bengal: ত্রিস্তর পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে তৃণমূলের জয়জয়কার। জেলা পরিষদে ২০ তে ২০ তৃণমূল  কংগ্রেস। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দাপট রাজ্যের ২২ টি জেলাতেই। গত বিধানসভা নির্বাচনে যেসব জেলায় বিজেপি তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিল সেখানেও এই পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়জয়কার। আলিপুরদুয়ারে জেলা পরিষদের ১৮ তে ১৮ তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে এই জেলায় একটি আসনেও জিততে পারেনি তৃণমূল। কোচবিহার জেলায় জেলা পরিষদের ৩৪ টি আসনের মধ্যে তৃণমূল ৩২ আসনে জয়লাভ করেছে। দক্ষিণ দিনাজপুরে ২১ আসনের জেলা পরিষদে ২১টিই তৃণমূল দখল করেছে। জলপাইগুড়ি জেলাতেও তৃণমূলের দাপট অব্যাহত।

এই জেলার ২৪ টি জেলা পরিষদ আসনের মধ্যে তৃণমূলে দখলে গিয়েছে ২৪ টিই। মালদা জেলা পরিষদেও ৪৩ টির মধ্যে তৃণমূল ৩৪। মুর্শিদাবাদ জেলা পরিষদে ৭৮ আসনের মধ্যে ৭১ টি তৃণমূল দখল করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও একইভাবে দাপট দেখিয়েছে রাজ্যের শাসক দল। জঙ্গলমহলের জেলাগুলিতে গত বিধানসভা ভোটে বিজেপি  ভালো ফল করেছিল। এবারের পঞ্চায়েত ভোটে ধরাশায়ী বিজেপি। পুরুলিয়া জেলায় ৪৫ টি জেলা পরিষদ আসনের মধ্যে ৪২টি তৃণমূলে র  দখলে গিয়েছে। বাঁকুড়া জেলায় ৫৬ টির মধ্যে ৫৫ টিতে জয়ী তৃণমূল। পূর্ব মেদিনীপুরে ৭০ টির মধ্যে ৫৬ টি আসনে জয়ী তৃণমূল। ঝাড়গ্রাম জেলায় ১৯ টিতেই তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা  শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা জোটবদ্ধ হয়ে শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।

পঞ্চায়েত ভোটে  ধরাশায়ী হওয়ার পরও  বিজেপির দাবি ১৮-র থেকে ভালো ফল করেছে তারা। 24 শে দেখিয়ে দেওয়ার হুংকারও ছুড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজেদের শক্তি অনুযায়ী ফল হয়েছে, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। ভোট শতাংশে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে তৃণমূলের পক্ষে গিয়েছে 51.14% ভোট। বিরোধী দল বিজেপির ভোট শতাংশ ২২.৮৮। সিপিএম পেয়েছে ১২.৫৬ শতাংশ ও কংগ্রেস ৬.৪২ শতাংশ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম সহ রাজ্যের সব জেলাতেই ঘাসফুল  বিরোধী শক্তিকে কোণঠাসা করেছে। এমনকি বিরোধী দলনেতার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেও এগিয়ে গিয়েছে তৃণমূল।

Related Articles