কলকাতারাজ্যের খবর

নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় পরীক্ষা নয়! প্রতিবাদের মুখে পরীক্ষার দিন বদলাতে বাধ্য হল এনটিএ

আগামী ২৩ জানুয়ারি যৌথ প্রবেশিকা পরীক্ষার দিন নির্ধারণ করায় পড়ুয়াদের চরম সমস্যায় পড়তে হত।

Truth of Bengal: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজোর দিন যৌথ প্রবেশিকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সেই দাবিতে সাড়া দিল কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানান, আগামী ২৩ জানুয়ারি যৌথ প্রবেশিকা পরীক্ষার দিন নির্ধারণ করায় পড়ুয়াদের চরম সমস্যায় পড়তে হত।

ওই দিনটি একই সঙ্গে নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো হওয়ায় ছাত্রছাত্রীদের কাছে তা অত্যন্ত সম্মান ও আবেগের দিন। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ জানান এবং পরীক্ষার দিন পরিবর্তনের দাবি তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হস্তক্ষেপের পর কেন্দ্রীয় সরকার ও এনটিএ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং পরীক্ষার দিন বদলাতে সম্মত হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য বিকল্প পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর ফলে পড়ুয়ারা নেতাজির প্রতি শ্রদ্ধা জানানো এবং সরস্বতী পুজো পালন করার সুযোগ পাবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি এই সিদ্ধান্তকে ছাত্রসমাজের স্বার্থে একটি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

Related Articles