কলকাতারাজ্যের খবর

ভোটার তালিকা সংশোধনে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে ‘না’ নির্বাচন কমিশনের

রাজ্য সরকারের তরফে পাঠানো প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে কমিশন।

Truth Of Bengal: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে মান্যতা দেওয়ার প্রস্তাব খারিজ করে দিল ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই মর্মে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি করা নির্দেশিকায় ভোটার তালিকা সংশোধনের সময় যে নথিগুলিকে বৈধ হিসেবে গণ্য করা হয়েছে, তার তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অন্তর্ভুক্ত নয়। সেই কারণেই রাজ্য সরকারের তরফে পাঠানো প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে কমিশন।

কমিশনের চিঠিতে আরও বলা হয়েছে, নথি যাচাইয়ের ক্ষেত্রে পূর্বনির্ধারিত তালিকার বাইরে গিয়ে নতুন কোনও নথি যুক্ত করার সুযোগ নেই। ফলে আসন্ন ভোটার তালিকা সংশোধনের সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না—এই সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত বলে ধরে নেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্তে প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় যুক্ত বহু পড়ুয়া ও তরুণ-তরুণীর সমস্যা হতে পারে বলে প্রশাসনের একাংশ মনে করছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, সারা দেশে নথি যাচাইয়ের ক্ষেত্রে একরকম নিয়ম বজায় রাখাই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য জরুরি।

Related Articles