Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘হিউম্যান রাইটস’ নিয়ে ডিপ্লোমা! মাত্র ১ বছরেই চাকরির বাজারে কদর বাড়ান
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই আবেদন করা যাবে।
Truth of Bengal: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাজসেবা ও মানবাধিকার নিয়ে ডিপ্লোমা কোর্সে পড়ার সুযোগ রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিজ এডুকেশনের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে। কোর্সের মেয়াদ ১ বছর। সান্ধ্যকালীন কোর্স। আসন ৫০। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই আবেদন করা যাবে। মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। কোর্স ফি ৯৪৪০ টাকা। অফিশিয়াল ওয়েবসাইট https://jadavpuruniversity.in মারফত আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন। তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত জমা দিতে হবে ২৮ নভেম্বরের মধ্যে এই ঠিকানায়: যাদবপুর বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, পিজি আর্টস বিল্ডিং, ১৮৮, রাজা এসসি মল্লিক রোড, কলকাতা-৭০০০৩২।
৩ ডিসেম্বর প্রার্থী তালিকা প্রকাশিত হবে। এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড কমিউনিটি সার্ভিসে সমাজসেবায় ৬ মাসের ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক কোর্স পড়া যায়। কোর্সের আয়োজক বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ। ইংরেজি ভাষা ও কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা কোর্সে এখনই আবেদন করতে পারেন ভর্তির জন্য। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। বয়সের কোনো বাধানিষেধ নেই। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (বেঙ্গল ল্যাম্প বাসস্ট্যান্ড), ১৮৮, রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, যাদবপুর, কলকাতা-৭০০০৩২, প্রতিদিন সোমবার থেকে শনিবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র দেওয়া হচ্ছে। আবেদনমূল্য ৫০ টাকা। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ মারফত। আবেদনপত্র জমা দেওয়ার সময় ইন্টারভিউয়ের সময় জানিয়ে দেওয়া হবে। শনিবার দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা আর রবিবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ক্লাস হবে। কোর্স ফি আড়াই হাজার টাকা করে।






