খেলা

বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে জয় জার্মানির, অপর দিকে প্রীতি ম্যাচে জয় মেসিদের

জার্মানদের হয়ে জোড়া গোল করেন নিউ ক্যাসেল ইউনাইটেডের স্ট্রাইকার নিক ভল্টমাডে।

Truth Of Bengal: ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মূল্যবান ৩ পয়েন্ট পেল জার্মানি। শুক্রবার লুক্সেমবার্গ স্টেডিয়ামে গ্রুপ এ-র আয়োজিত ম্যাচে নাগেলসম্যানের দল ২-০ গোলে পরাজিত করে নাগেলসম্যানের দল। জার্মানদের হয়ে জোড়া গোল করেন নিউ ক্যাসেল ইউনাইটেডের স্ট্রাইকার নিক ভল্টমাডে।

ম্যাচের শুরু থেকেই জার্মানির বিপক্ষে সমানে সমানে লড়াই শুরু করে লুক্সেমবার্গ। তার মধ্যেই দুটি গোলের সুযোগ পেয়েছিল তারা। কিন্তু অল্পের জন্য তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। তবে এই অর্ধে পিছিয়ে ছিল না জার্মানরাও। সুযোগ পেয়েছিলেন তাঁরাও। ভাগ্য সঙ্গ না দেওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয় তাঁদেরও।

এরপর বিরতি থেকে ফিরে এসেই নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন জার্মান ফুটবলাররা। নাগেলসম্যানের দল প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৪৯ মিনিটে। গোল খেলেও কিন্তু নিজেদের আক্রমণ থেকে সরে আসেনি লুক্সেমবার্গ। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও গোল শোধের সুযোগ পেয়েছিল লুক্সেমবার্গ। কিন্তু এবারও ব্যর্থ হয় তারা।

জার্মানরা তাদের দ্বিতীয় গোলটি পায় ৬৯ মিনিটে। রিডেল বাকুর মাইনাস থেকে আবার গোল করে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন সেই ভল্টমাডে। শেষ পর্যন্ত এই ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছেড়ে মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করে জার্মানরা।

অপর দিকে লুয়ান্ডায় একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মাঠে নেমেছিল অ্যাঙ্গেলোর বিপক্ষে। সেই ম্যাচে ২-০ গোলে জয় পায় লিওনেল স্কালোনির দল। নীল-সাদা জার্সিধারীদের হয়ে দুটি গোল করেন লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।

ম্যাচের ১২ মিনিটেই কিন্তু গোল হজম করতে পারত আর্জেন্টিনা। কিন্তু ভাগ্য ভাল থাকায় সেই যাত্রায় বেঁচে যায় স্কালোনির দল। অ্যাঙ্গেলোর এই আক্রমণের পরই সুযোগ পান লিওনেল মেসি। কিন্তু ব্যর্থ হন তিনিও। এরপর ৪৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৪৪ মিনিটে মেসির বাড়ানো নিখুঁত থ্রু থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্টিনেজ।

আর্জেন্টিনা তাদের দ্বিতীয় গোল পায়ে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আট মিনিট আগে। এবার গোল করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মেসি।