রাজ্যের খবর

চোখে দৃষ্টি নেই ১৫ বছর ধরে তবু থেমে নেই কৃষ্ণধনের জীবনের চাকা

বহু চিকিৎসার পরও দৃষ্টিশক্তি ফিরে না পেয়ে ধীরে ধীরে অন্ধকার জীবনে প্রবেশ করেন।

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদিয়া জেলার শান্তিপুরে অদম্য লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছেন ৬৫-ঊর্ধ্ব কৃষ্ণধন সরকার। দুই চোখে দৃষ্টি না থাকলেও টানা প্রায় ১৫ বছর ধরে অবলীলায় সাইকেল, রিকশা ও ভ্যান মেরামত করে চলেছেন তিনি। অন্ধ হয়েও হাতে তুলে নিলেই বুঝে যান কোন যন্ত্রাংশে কী সমস্যা—গ্রাহকরাও অবাক হন তাঁর কাজে দক্ষতা দেখে।প্রায় ৫০ বছর আগে বাথানগাছিতে ছোট একটি দোকান খুলে সাইকেল সারানোর কাজ শুরু করেছিলেন কৃষ্ণধনবাবু। কিন্তু ১৫-১৬ বছর আগে চোখের জ্যোতি হারিয়ে ফেলেন তিনি।

বহু চিকিৎসার পরও দৃষ্টিশক্তি ফিরে না পেয়ে ধীরে ধীরে অন্ধকার জীবনে প্রবেশ করেন। তবু থেমে থাকেননি। পরিবার—স্ত্রী ও একমাত্র ছেলের দায়িত্ব মাথায় রেখে অন্ধ অবস্থাতেই দোকান চালু রাখেন। প্রথমে সমস্যায় পড়লেও ধীরে ধীরে অন্ধ অবস্থায় কাজের অভ্যাস তৈরি হয়। এখন চোখ না থাকলেও নিমেষে যেকোনো সাইকেলের সমস্যা ঠিক করে দিতে পারেন তিনি। অনেকেই মজা করে বলেন, ‘এ যেন স্বয়ং বিশ্বকর্মার আশীর্বাদ।’

অন্যদিকে, কৃষ্ণধনবাবুর স্ত্রীর চোখেও জ্যোতি কমে এসেছে। সংসারের অধিকাংশ দায়িত্ব সামলায় টোটো চালানো ছেলে। কৃষ্ণধন সরকার প্রতিবন্ধী ভাতায় মাসে এক হাজার টাকা পান। সেই সামান্য সরকারি সহায়তা ও দোকানের আয় দিয়েই কোনোরকমে চলে সংসার।তবু হার মানেননি কৃষ্ণধনবাবু। ৬৫-ঊর্ধ্ব বয়সেও অনবরত লড়ে চলেছেন জীবনযুদ্ধ। আর এই সংগ্রামী মানুষটিকে কুর্নিশ জানান আশপাশের প্রতিবেশীরাও।

Related Articles