কলেজ ছাত্রীকে অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগ! গ্রেফতার সঙ্গীতশিল্পী নোবেল
Accusation of kidnapping and sexual harassment of a college student! Arrest of singer Nobel.

Truth of Bengal: বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল আবারও বিতর্কের কেন্দ্রে আছেন। এবার তাঁর বিরুদ্ধে অপহরণ ও যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। এক মহিলাকে টানা সাত মাস নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বাংলাদেশের এমার্জেন্সি হেল্পলাইনে একটি ফোন আসে, যার ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে। খবর পেয়ে নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানার পুলিশ। ইতোমধ্যে তদন্ত কাজও শুরু হয়েছে।
প্রাথমিক তথ্য অনুসারে, এক কলেজ ছাত্রীকে কয়েক মাস আগে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গায়ক নোবেল। তারপর তাঁকে দেখা করার জন্য ডেকে পাঠান। অভিযোগ, এর পর থেকে ওই ছাত্রীকে নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন নোবেল। এছাড়া, বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে ওই মহিলাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।
মইনুল আহসান নোবেল ব্যক্তিজীবন ও কর্মজীবনে নানা সময় সমালোচনার মুখে পড়েছেন। আট মাস আগে তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। অতীতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যও তিনি সংবাদ শিরোনামে এসেছিলেন। যদিও তিনি নিজেকে অনুতপ্ত বলে দাবি করেন, তবুও তার আচরণে তা প্রকাশ পায়নি বলে ওয়াকিবহাল মহল মনে করে।
এই সমালোচনায় গায়িকা ইমন চক্রবর্তীর সমালোচনাও উঠে আসে, যিনি তাঁর বক্তব্যের জন্য নোবেলকে কঠোরভাবে সমালোচনা করেছিলেন। পুনরায় নোবেলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সমাজে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে।