রাজ্যের খবর

পুষ্পল আর্ট সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত ‘কবি প্রণাম’, অংশ নিলেন ৮ থেকে ৮০-র সদস্যরা

'Kavi Pranam' organized by Pushpal Art Center, members aged 8 to 80 participated

Truth Of Bengal: হুগলি, তরুণ মুখোপাধ্যায়: রবিবার সন্ধ্যায় শ্রীরামপুর মাহেশের অভিজাত সংগীত শিক্ষা কেন্দ্র পুষ্পল আর্ট সেন্টারের উদ্যোগে প্রতিবছরের মতো এক মনোজ্ঞ কবি প্রণাম অনুষ্ঠিত হল। সংস্থার ৮ থেকে ৮০ বয়সী সদস্যরা নাচে, গানে, কবিতায় আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলেন।

এদিনের অনুষ্ঠানে সমৃদ্ধ বাগচী, তিক সানা মুখার্জি, দেবশ্রী বাগচী, দিপালী রায় চৌধুরী, তরুণ মুখোপাধ্যায়, মনিকা সরকার, শ্রুজনীকা বিশ্বাসের নাচ এবং গানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ অতিথি শিল্পী হিসেবে ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তিয়াসা মুখার্জী। এদিন তাঁর উদাত্ত কণ্ঠের রবীন্দ্র সংগীত সকলকে মুগ্ধ করে।

৪ ঘন্টা ব্যাপী সমগ্র  অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার অধ্যক্ষা সুপ্রভাত মান্না। যন্ত্রানুষ্ঠান পরিচালনা করেন অলক রায়। সঞ্চালনায় করেন ছিলেন  অর্পণ মান্না এবং অর্ণব মান্না। ব্যবস্থাপনায় ছিলেন অলক মান্না।

Related Articles