রাজ্যের খবর

বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা! আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী

Big blow before assembly elections! Many workers leave ISF and join Trinamool

Truth Of Bengal: বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন আইএসএফ শিবিরে। আইএসএফের অঞ্চল সভাপতি সহ ৩০ জন কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আগামী দিনে ভাঙ্গড় ও ক্যানিং থেকে আইএসএফ মুক্ত করতেই তারা মূলত তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানিয়েছে।

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে ওই এলাকার অঞ্চল সভাপতি ইসমাইল মোল্লা সহ ৩০ জন আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় ১ নম্বর ব্লকের নারায়ণপুর দু নম্বর অঞ্চলে রাজনৈতিক কর্মী সভা থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

সদ্য দলত্যাগী নেতা ইসমাইল মোল্লা বলেন, আইএসএফ নেতা কর্মীরা তাকে ভুল বুঝিয়ে প্ররোচনায় ফেলেছিল। তাকে ফাঁসানো হয়েছিল। নিজের ভুল বুঝতে পেরে এবং এলাকার উন্নয়ন দেখে তিনি আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন।

যোগদান প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, এই যোগদান কর্মসূচি প্রতিনিয়ত কোথাও না কোথাও চলছে । আগামী দিনে ভাঙ্গড় ও ক্যানিং থেকে আইএসএফ মুক্ত করাই তার মূল লক্ষ্য।

Related Articles