দেশ

ইসরোর কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ব্যর্থ, ১০১ তম মিশনে যান্ত্রিক ত্রুটি

ISRO's satellite launch fails, 101st mission suffers technical glitch

Truth Of Bengal: ব্যর্থ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ১০১ তম অভিযান। রবিবার ভোর ৫টা ৫৯ মিনিটে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে যাত্রিক ত্রুটির জেরে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে প্রতিস্থাপন করা যায়নি। উৎক্ষেপণের ২০৩ সেকেন্ডের মধ্যে মিশনের তৃতীয় ধাপে সমস্যা দেখা দেওয়ার পরই তা বাতিল করে দেওয়া হয়।

বলা বাহুল্য, ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন ১,৬৯৬ কেজি। ৫২৪ কিলোমিটারের কক্ষপথে (সান-সিংক্রোনাস পোলার অরবিট) এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল। কিন্তু আচমকাই দেখা যায় যান্ত্রিক ত্রুটি। ইতিমধ্যেই কি কারণে ঘটল এমন ঘটনা তা ব্যাখ্যা করেছেন ইসরোর প্রধান  ভি নারায়ণন। তিনি বলেন,‘১০১তম মিশনটি আজ শুরু করা হয়। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে এক বিশেষ পর্যবেক্ষণের পরে এই মিশন বাতিল করে দেওয়া হল। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, ১৯৯৩ সালের পর থেকে ইসরোর এই পিএসএলভি  রকেট সবচেয়ে বিশ্বস্ত। ব্যর্থতার কোনও তকমা তেমন ভাবে জোটেনি। ১৯৯৩ সালে প্রথম উড়ানের সময়ে প্রোগ্রামিংয়ের ভুল এবং ২০১৭ সালে পেলোড বিচ্ছিন্ন না হওয়ার মতো টুকটাক ঘটনা ছাড়া এই রকেট ইসরো-র চ্যাম্পিয়ন। এখনও পর্যন্ত এই রকেট ৬৩টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে। এরমধ্যে ব্যর্থ হয়েছে তিনটি মিশন। কী কারণে এই গোলযোগ ঘটল, তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়ারেরা।

বলা বাহুল্য, ইওএস-০৯ স্যাটেলাইটটি একটি অত্যাধুনিক নজরদারী উপগ্রহ ৷ যেটি পৃথিবীর উপর নজর রাখবে ৷ এই উপগ্রহটি সি-ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তিতে সজ্জিত। এটি আবহাওয়ায় দিন-রাতের ছবি তুলতে পারে। এছাড়াও, এটি কৃষি (ফসল পর্যবেক্ষণ, মাটির পরীক্ষা) ক্ষেত্রে ম্যাপিংয়ের জন্য সহায়ক হবে। এই উপগ্রহটি গুরুত্বপূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা যেতে পারে৷বন্যার রিয়েল-টাইম মানচিত্র প্রদান করে এবং ঘূর্ণিঝড় ও ভূমিধসের গতিবিধি ট্র্যাক করে মানুষকে যে ধরনের বিপদ থেকে রক্ষা করা সম্ভব।

Related Articles