রাজ্যের খবর

অবৈধ রাস্তা নির্মাণের চেষ্টা! বাধা পেয়ে উত্তেজনা শান্তিপুরে

Attempt to build illegal road! Tension in Shantipur after obstacles

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার শান্তিপুর থানার কৃত্তিবাস রোড এলাকার দুই পরিবার — অজয় ঘোষ ও তার প্রতিবেশীদের মধ্যে দীর্ঘদিন ধরেই রাস্তা নিয়ে বিবাদ চলছিল। অজয় ঘোষের দাবি, এই রাস্তা নিয়ে তিনি প্রশাসনের কাছে বহুবার অভিযোগ করেছেন এমনকি আদালতেও মামলার আবেদন করেছেন। তা সত্ত্বেও, প্রতিবেশী পরিবারটি জোর করে রাস্তাটি দখল করতে চায় এবং বেআইনিভাবে নিজেদের মতো করে ব্যবহার করছে।

ঘটনার সূত্রপাত রবিবার, যখন অপর পক্ষ কংক্রিট ঢালাই দিয়ে রাস্তাটি পাকাপোক্ত করার চেষ্টা করে। তখন অজয় ঘোষ বাধা দিলে গালিগালাজ ও উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরিস্থিতি ঘোলাটে হতে দেখে খবর যায় শান্তিপুর থানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস ঘোষও ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, “আমরা বহুবার এই সমস্যার মীমাংসা করার চেষ্টা করেছি। আপাতত কংক্রিট ঢালাইয়ের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আইন অনুযায়ী সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলবে।” অজয় ঘোষ স্পষ্ট জানান, “আইনের মধ্য দিয়ে যে অংশ যার হবে, সে-ই তা ব্যবহার করুক। বলপ্রয়োগ করে দখল মেনে নেওয়া যাবে না।”

ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা থাকলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রশাসন জানিয়েছে, আইনি পথেই সমস্যা মেটানোর চেষ্টা হবে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি না হয়।

Related Articles